জাপানি বিজ্ঞানী স্ট্রেস লেভেল পরিমাপের জন্য এই ছবিটি তৈরি করেননি
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 12 মার্চ 2023, 14:12
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছবিটি গত ২৬ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “এই ছবিটি একজন Japanese neuroscientist (স্নায়ুবিজ্ঞানী) তৈরি করেছেন। যদি ছবি না নড়ে, আপনি শান্ত । যদি এটা ধীরে ধীরে চলে, আপনি একটু চাপে আছেন ।
যদি এটা দ্রুত চলে যায়, আপনি খুব ক্লান্ত।”
একইরকম দাবি সহকারে ফেসবুকে ছবিটি এখানে ও এখানে শেয়ার করা হয়।
রিভার্স ইমেজ সার্চে এই ছবিটি স্টক ফটো ওয়েবসাইট শাটারস্টকে পাওয়া যায়।
শাটারস্টকে ছবিটি ‘গুটেন ট্যাগ ভেক্টর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। এএফপি প্রোফাইলটি যাচাই করে সেখানে ভেক্টরের টুইটার অ্যাকাউন্ট পাওয়া যায়।
তার টুইটার প্রোফাইল ঘেটে দেখা যায় তার নাম ইউরি পেরেপেডিয়া এবং তিনি ইউক্রেন ভিত্তিক একজন গ্রাফিক ডিজাইনার।
এএফপি তার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পায় এবং মেসঞ্জারে তার ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এটি আমার সবচেয়ে বিক্রিত ছবির একটি। এটি তৈরি করতে খুব সমস্যা হয়নি কারণ তখন ইতোমধ্যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে।”
নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও শাটারস্টকের ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেখুন:
পেরেপেডিয়া এএফপিকে বলেন, তিনি ছবিটি ২০১৬ সালে তৈরি করেন। সে বছর থেকেই ছবিটি অনলাইনে পাওয়া যায়।
২০১৬ সালের ২৬ সেপ্টেম্বরের তার একটি টুইট এখানে দেখুন।
ছবিটি এখানে ২০১৬ সালে ডিপোজিটফটোজ নামের একটি ওয়েবসাইটেও পাওয়া যায় যা মূলত ফটোগ্রাফার, ইলাস্ট্রেটর ও গ্রাফিক ডিজাইনারদের একটি প্ল্যাটফর্ম।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ