
ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে ভুয়া উক্তি সামাজিক মাধ্যমে প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 28 ফেব্রুয়ারি 2023, 15:40
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৫ জানুয়ারি ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে: "সৌদি আরবের এই মুসলিম নারী ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রশ্ন করেছিলেন। #রোনালদো তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো," ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন আমি #ইসলামকে ভালোবাসি।"
ছবিতে দেখা যাচ্ছে সাদা টি-শার্ট পরা রোনালদো হিজাব পরা এক নারীর সাথে একটি স্টেজে বসে আছেন।

চলতি বছরের শুরুর দিকে রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর-এ যোগ দেয়ার পর পর্তুগিজ তারকাকে নিয়ে বেশ কিছু অপতথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
এই ছবিটি ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে যার মধ্যে ফেসবুকের এই, এই এবং এই পোস্টগুলোও রয়েছে।
গুগলে রিভার্স ইমেজ এবং কীওয়ার্ড সার্চ করে একইরকম একটি ছবি দুবাইয়ে অনুষ্ঠিত 'এক্সপো ২০২০' সংক্রান্ত এই নিবন্ধে পাওয়া গেছে যা ২০২২ সালের ২৮ জানুয়ারি প্রকাশিত হয়েছে।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট ব্যবহৃত ছবি (বামে) এবং 'এক্সপো ২০২০' এর ওয়েবসাইটে প্রকাশিত ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

ওয়েবসাইটে রোনালদোর সাথে 'এক্সপো ২০২০' এর প্রধান অভিজ্ঞতা কর্মকর্তা মারজান ফারাইদুনির ১৮ মিনিটের একটি প্রশ্নোত্তর ভিডিও রয়েছে, যা দুবাইয়ের আল ওয়াসল প্লাজায় ধারণ করা।
সাক্ষাতকারে রোনালদো শারিরীক ফিটনেস, তার পারিবারিক জীবন এবং দুবাইয়ের প্রতি তার ভালোবাসা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
সাক্ষাতকারের ভিডিওর ৩ মিনিট ২৮ সেকেন্ড থেকে রোনালদো বলেন, "আমি দুবাইকে ভালোবাসি কারণ আমাকে তারা অবিশ্বাস্যভাবে গ্রহণ করেছেন। আমি এখানকার মানুষ এবং তাদের সংস্কৃতিকেও ভালোবাসি।"
পুরো সাক্ষাতকারের কোথাও তিনি ইসলামকে ভালোবাসেন বলে কোন কথা বলেননি।
এর আগে রোনালদোর ইসলাম গ্রহণের ভুয়া খবরও এএফপি খণ্ডন করেছিল।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ