ভিডিওটি তুর্কি অভিনেতার অভিনয়ের দৃশ্য, ভূমিকম্পের উদ্ধারকার্যের নয়

  • নিবন্ধটি দুই বছরেরও বেশি পুরনো।
  • প্রকাশিত 28 ফেব্রুয়ারি 2023, 15:12
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে অসত্যভাবে দাবি করা হচ্ছে এটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর তুর্কি অভিনেতা বুরাক ওজিভিতের উদ্ধারকাজে সহযোগিতার ভিডিও। মূলত এটি ২০১৫ সাল থেকে ২০১৭ পর্যন্ত সম্প্রচার হওয়া বুরাক ওজিভিত অভিনীত তুর্কি টিভি নাটক “কারা সেভদা” এর একটি দৃশ্য।

গত ৯ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে ভিডিওটি শেয়ার করা হয়।

বাংলা পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “ওসমান বে চরিত্রে অভিনয় করা ""বুরাক ওজিভিত"" উদ্ধারকাজে সহয়োগীতা করতেছে বাস্তবেও তিনি একজন বীর।”

পোস্টটিতে “ওসমান বে” বলতে তুর্কি টিভি নাটক “কুরুলুস ওসমান” এ ওসমানের ভূমিকায় ওজিভিতের অভিনয়ের কথা বোঝানো হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানে নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

Image
( Mohammad MAZED)

গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়া অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

সিএনএন তুর্কি এর খবর অনুসারে, ওজিভিত ও তার স্ত্রী ফাহরি এভচেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সহায়তার জন্য অর্থ উত্তোলন করেছেন এবং যন্ত্রপাতি দান করেছেন।

ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়।

তবে ভিডিওটি মূলত ওজিভিতের অভিনীত আরেকটি তুর্কি টিভি নাটক “কারা সেভদা” থেকে নেওয়া।

টিভি নাটক

সার্চ ইঞ্জিন ইয়ানডেক্সে রিভার্স ইমেজ সার্চ এবং গুগল কীওয়ার্ড সার্চে দেখা যায় ভিডিও ক্লিপটি ২০২১ সালের ২০ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত হয়।

ইউটিউবে প্রকাশিত ভিডিওটির ১০ মিনিট থেকে বিভ্রান্তিকর পোস্টের ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “স্মরণীয় 'মাইন দুর্ঘটনার' দৃশ্য । অসীম ভালোবাসা হিন্দি-উর্দু ডাবিং। কারা সেভদা।”

নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও ইউটিউব ভিডিওটির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

একই ভিডিও যুক্তরাষ্ট্র ভিত্তিক স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল ইউনিনভেলাস'র এই ভিডিওর ২ মিনিট ৩০ সেকেন্ড থেকে পাওয়া যায়।

এর আইএমডিবি পেজ থেকে জানা যায় “কারা সেদভা” তথা “অসীম ভালোবাসা” সিরিজটি ২০১৫ সাল থেকে ২০১৭ পর্যন্ত সময়ে সম্প্রচারিত হয়। ওজিভিত এতে মূল ভূমিকায় অভিনয় করেন।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ