
কুকুরের এই ছবিটি তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পের কয়েক বছর পূর্বের
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 15 ফেব্রুয়ারি 2023, 09:03
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৭ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “মানুষ অকৃতজ্ঞ হতে পারে প্রাণী রা কখনোই অকৃতজ্ঞ হয় নাহ। তুরস্ক সিরিয়া র ভূমিকম্প র দৃশ্য। কুকুর টি তার মালিক কে বাঁচানোর জন্য পাশেই বসে সহযোগিতার জন্য ডাকছিলো!”

ছবিটিতে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া একজনের হাতের পাশে একটি কুকুরকে বসে থাকতে দেখা যায়।
গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানার পর ছবিটি ফেসবুকে শেয়ার করা হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩৫,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এএফপির প্রতিবেদন দেখুন এখানে।
ছবিটি ফেসবুকে ইন্দোনেশিয়ান ভাষায় ও টুইটারে ইংরেজিতে একইরকম দাবি সহকারে শেয়ার করা হয়।
তবে মূলত ছবিটি এই ভূমিকম্পের অনেক আগের, যা অন্তত ২০১৮ সাল থেকে অনলাইনে পাওয়া যায়।
গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটি চেক প্রজাতন্ত্রের ফটোগ্রাফার জারোস্লাভ নোসকা স্টক ফটো এজেন্সী আলামি তে ২০১৮ সালের অক্টোবর আপলোড করেন।
আলামিতে ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “ভূমিকম্পের পর ধ্বংসস্তুপের মধ্যে আহতদের সন্ধানে একটি কুকুর।”
তবে ছবিটি কবে এবং কোথায় তোলা হয় সে ব্যাপারে কোন তথ্য দেয়া নেই।
এএফপি নোসকার সাথে যোগাযোগ করলেও তার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
আলামির একজন প্রতিনিধি গত ৭ ফেব্রুয়ারি এএফপিকে ইমেইলে বলেন, “ছবিটি নোসকা ২০১৮ সালের অক্টোবরে আপলোড করেন।”
নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও আলামিতে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

একই ছবি বিগস্টক ও শাটারস্টকের মতো ওয়েবসাইটেও প্রকাশিত হয়।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ