জাপানের ভিডিওকে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের বলে বিভ্রান্তিকরভাবে প্রচার

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 15 ফেব্রুয়ারি 2023, 07:47
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে অসত্যভাবে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পের একটি দৃশ্য। মূলত ভিডিওটি জাপানের টোকিওতে রেকর্ড করা এবং ২০১১ সালে দেশটিতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের হিসেবে ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়।

গত ৭ জানুয়ারি ফেসবুকে এখানে ভিডিওটি শেয়ার করা হয় এবং পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “তুরষ্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প।”

Image
( Mohammad MAZED)

একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা ফুটেজটিতে ভূমিকম্পে একটি সড়ক ও কিছু গাড়িকে দুলতে দেখা যায়।

গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্কের পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানার পর ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এএফপির প্রতিবেদন দেখুন এখানে

ভিডিওটি ফেসবুকে এখানে এখানে একইরকম দাবি সহকারে শেয়ার করা হয়।

তবে মূলত ভিডিওটি জাপানের এবং তুরস্কের সাম্প্রতিক এই ভূমিকম্পের আগে থেকেই তা অনলাইনে পাওয়া যায়।

ভিডিওটির কী-ফ্রেম দিয়ে গুগল রিভার্স সার্চে দেখা যায় ফুটেজটি ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়।

জাপানি ভাষার ক্যাপশনটিতে লেখা রয়েছে, “১১ মার্চের ভূমিকম্পে মেট্রোপলিটন এক্সপ্রেসওয়ে রুট ৬, পার্ট ৩।”

ভিডিওটির নীচে রেকর্ডিংয়ের তারিখ ২০১১ সালের ১১ মার্চ দেয়া আছে।

সেদিন ৯ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প জাপানে আঘাত হানে যার প্রভাবে ব্যাপক সুনামিও সংঘটিত হয় দেশটিতে। সব মিলিয়ে এ ঘটনায় প্রায় ১৮,৫০০ মানুষ প্রাণ হারান।

নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও ইউটিউবে প্রকাশিত ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

ভিডিওটির নীচে রেকর্ডিংয়ের স্থানের কোওর্ডিনেট দেয়া আছে। এই কোওর্ডিনেট থেকে গুগল ম্যাপসে ভিডিওটি টোকিওর একটি হাইওয়ের বলে নিশ্চিত হওয়া যায়।

নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও গুগল ম্যাপসে পাওয়া দৃশ্যের (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ