ভিডিওটি ২০২১ সালে রাশিয়ান একটি বিমান দুর্ঘটনার, নেপালের নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 25 জানুয়ারি 2023, 14:42
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৬ জানুয়ারির একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৭২ জন আরোহী নিয়ে যাত্রা করা বিমানটি ভয়ংকর দুর্ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে,মুহুর্ততেই আগুন লেগেই জ্বলি পুড়ে ছাই হয়ে যায়।”
গত ১৫ জানুয়ারি ইয়েতি এয়ারলাইনসের একটি ফ্লাইট ৬৮ জন যাত্রী ও চারজন ক্রুসহ নেপালের পোখারার পাশে বিধ্বস্ত হয় যা গত তিন দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ।
এ দুর্ঘটনায় ছয় শিশু ও ১৫ বিদেশিসহ ফ্লাইটটিতে থাকা সকলেই নিহত হন।
ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে দাবিটি অসত্য।
রাশিয়ার ভিডিও
টুইটার কীওয়ার্ড সার্চে দেখা যায় ২০২১ সালের ১৭ আগস্ট রাশিয়ান সংবাদমাধ্যম নোভায়া গ্যাজেটা থেকে টুইটারে মস্কোর উপকন্ঠে একটি বিমান দুর্ঘটনার খবরের সাথে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও নোভায়া গ্যাজেটার টুইটে পাওয়া ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
বিবিসি রুশও মস্কো অঞ্চলের কুবিনকা এয়ারফিল্ডের পাশে একটি সামরিক বিমান দুর্ঘটনার প্রতিবেদনের সাথে টুইটটি এমবেড করে দেয়। দুর্ঘটনায় চালকসহ তিনজনই মৃত্যবরণ করেন।
বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, আগুন ধরে যাওয়ার সময় ইলয়ুশিন আই১-১১২ভি রাশিয়ান সামরিক এয়ারক্রাফটি একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করছিল।
প্রতিবেদনটিতে রাশিয়ান রাষ্ট্রূীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি'র বরাতে এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “বিমানটি যখন কম উচ্চতা ও কম গতিতে অবতরণের জন্য এগিয়ে যাচ্ছিল তখন ইঞ্জিন অকার্যকর হয়ে যাওয়ায় তাতে আগুন ধরে যায়।”
এএফপি দুর্ঘটনার স্থানের একটি ছবি সেসময় প্রকাশ করে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ