বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে নতুন করে ছড়ানো হচ্ছে ২০১৮ সালের বিমান দুর্ঘটনার ছবি

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 25 জানুয়ারি 2023, 14:36
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
চলতি জানুয়ারি মাসে নেপালে ৭২ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হওয়ার প্রেক্ষিতে ফেসবুকে বিভিন্ন পোস্টে কিছু ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে এগুলো এই দুর্ঘটনার ছবি। মূলত ছবিগুলো ২০১৮ সালে নেপালেই ভিন্ন আরেকটি বিমান দুর্ঘটনার যেখানে ৫১ জন প্রাণ হারিয়েছিলেন।

গত ১৫ জানুয়ারির একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৭২ জন আরোহী নিয়ে যাত্রা করা বিমানটি ভয়ংকর দুর্ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে,মুহুর্ততেই আগুন লেগেই জ্বলি পুড়ে ছাই হয়ে যায়।”

Image
( Mohammad MAZED)

পোস্টটিতে বিধ্বস্ত একটি বিমানের পাশে জরুরি সেবায় নিয়োজিত সদস্যদের দেখা যাচ্ছে।

গত ১৫ জানুয়ারি ইয়েতি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সহ নেপালের পোখারার পাশে বিধ্বস্ত হয় যা গত তিন দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

এ দুর্ঘটনায় ছয় শিশু ও ১৫ বিদেশিসহ ফ্লাইটটিতে থাকা সকলেই নিহত হন।

তবে ফেসবুক পোস্টটিতে শেয়ার করা ছবিগুলোর মধ্যে মাত্র একটি ছবি সাম্প্রতিক দুর্ঘটনার।

“৯এন এএনসি” লেখা বিমানটির অংশবিশেষের ছবিটি গত ১৬ জানুয়ারি এএফপি'র ফটোসাংবাদিক প্রকাশ মাথেমা তোলেন।

ছবিগুলো একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে, এখানে এখানে আরো ছবির সাথে সাথে শেয়ার করা হয়েছে।

পুরনো বিমান দুর্ঘটনার ছবি

একটি মাটি কাটার মেশিনসহ বিধ্বস্ত একটি বিমানের পাশে জরুরি সেবাদাতাদের দাঁড়িয়ে থাকার ছবিটিও এএফপির প্রকাশ মাথেমার তোলা, তবে ভিন্ন একটি দুর্ঘটনার।

মূল ছবির ক্যাপশন অনুযায়ী, এটি ২০১৮ সালের ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার পরের ছবি।

সেসময় দুর্ঘটনাটিতে ৫১ জন প্রাণ হারান এবং ২০ জন আহত হন।

নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও এএফপির ছবিটির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

দ্বিতীয় ছবিটিও ২০১৮ সালের মার্চের একই দুর্ঘটনায় প্রকাশ মাথেমার তোলা

ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “২০১৮ সালের ১২ মার্চ বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইনসের পাশেই নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে ১৩ মার্চ একটি বিমান চলছে।”

নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও এএফপির ছবিটির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

গুগলে রিভার্স ইমেজ সার্চে তৃতীয় ছবিটি সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) আর্কাইভে পাওয়া গেছে।

ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “২০১৮ সালের ১২মার্চ নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে বিধ্বস্ত বাংলাদেশি বিমানের পাশে উদ্ধারকারীরা দাঁড়িয়ে আছেন।”

নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও এপির ছবিটির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

নেপালের বিমান চলাচল খাত সাম্প্রতিক বছরগুলোতে বিকশিত হলেও পর্যাপ্ত প্রশিক্ষণ এবং ব্যবস্থপনার অভাবে নিরাপত্তা একটি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তুষার আবৃত পর্বতমালা ও বিরূপ আবহাওয়ার পাশাপাশি দেশটির রানওয়েগুলোও বিমান চলাচলের অনেক সময় জটিলতা তৈরি করে।

১৯৯২ সালে কাঠমান্ডুতে দেশটির ইতিহাসের ভয়াবহতম বিমান দুর্ঘটনায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলান্সের (পিআইএ) একটি ফ্লাইটের ১৬৭ যাত্রীর সকলেই নিহত হন।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ