আরিয়ানা গ্রান্ডের বিয়ের ছবি বিকৃত করে অসত্যভাবে রোনালদোর বিয়ের বলে প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 19 জানুয়ারি 2023, 18:53
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৯ জানুয়ারি ফেসবুকে এখানে ছবিটি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়েছে: "অবশেষে বান্ধবী জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের রিয়াদে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।"
পোস্টের নীচের কমেন্টগুলো নির্দেশ করে অনেক ফেসবুক ব্যবহারকারী ছবিটিকে সত্য বলে বিশ্বাস করেছেন। একজন মন্তব্য করেছেন, "অসাধারণ। অভিনন্দন।"
তবে এখানে, এখানে ও এখানে একই রকম ক্যাপশনযুক্ত অন্য কিছু পোস্টে কোন কোন ব্যবহারকারী ছবিটিকে 'ভুয়া' বলেও মন্তব্য করেছেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল-নাসেরে যোগদানের খবর প্রকাশের পর থেকে নানা ধরনের গুজব ও ভুয়া তথ্য অনলাইনে ছড়িয়েছে।
২০২৩ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত রোনালদো এবং জর্জিনার বিয়ের কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি তাদের কেউ। এই জুটির ২০১৭ সালে আলানা মার্টিনা নামে এক কন্যা সন্তান জন্ম নেয়।
রোনালদো-জর্জিনার ছবি বলে অনলাইনে ছড়ানো ছবিটি প্রকৃতপক্ষে আরিয়ানা গ্রান্ডে এবং তার স্বামী ডাল্টন গোমেজের।
গুগলে কীওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া গেছে; যার মধ্যে filmifiles.com নামের একটি বিনোদন বিষয়ক ওয়েবসাইটও রয়েছে।
২০২১ সালের ১৮ মে তারিখে ওয়েবসাইটটিতে "মাত্র বিয়ে হল: আরিয়ানা গ্রান্ডে ও ডাল্টন গোমেজের পরিণয় সম্পন্ন" শিরোনামের একটি প্রতিবেদনে ছবিটি প্রকাশিত হয়।
একই দিনে প্রকাশিত এএফপির এই প্রতিবেদন থেকে জানা যায়, আগের দিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে একটি গোপনীয় অনুষ্ঠানে এই গায়িকার বিয়ে হয়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) এবং filmifiles.com-এ ২০২১ সালে প্রকাশিত ছবি (ডানে) এর তুলনামূলক চিত্র দেয়া হল:
একই ছবি টাইমস অব ইন্ডিয়ার গোমেজ-আরিয়ানা দম্পতির বিয়ে সংক্রান্ত ২০২১ এর ১৮ মে তারিখ প্রকাশিত এই প্রতিবেদনে এমবেড করা একটি টুইটে পাওয়া গেছে।
আল-নাসের ক্লাবে যোগ দেয়ার পর ইউরোনিউজ জানিয়েছে, রোনালদো এবং জর্জিনাকে সৌদি কর্তৃপক্ষ হয়তো সে দেশের বিয়ে সংক্রান্ত রক্ষণশীল আইন ভঙ্গ করে অবিবাহিত যুগলের একসাথে থাকার সুযোগ দেবে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ