রোনালদোকে ৭ নম্বর জার্সি না দিতে চাওয়ায় সৌদি ক্লাব কর্তৃক ফুটবলারকে বরখাস্ত করার দাবিটি অসত্য
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 15 জানুয়ারি 2023, 12:50
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২ জানুয়ারি ফেসবুকে এখানে এরকম একটি পোস্ট করা হয়।
পোস্টটিতে লেখা রয়েছে, “উজবেকিস্তান ফুটবলার জালোদ্দিন মাশরভ আল নাসের ক্লাবের ৭ নম্বর জার্সি পরে খেলতেন, ক্রিস্টিয়ানোর জন্য ৭ নম্বর জার্সি ছাড়তে না চাওয়ায় ক্লাব কর্তৃপক্ষ চুক্তি বাতিল করেছে উজবেক ফরোয়ার্ডের সাথে।”
পোস্টটিতে আল নাসরের হলুদ জার্সি পরা মাশারিপভের একটি ছবির সাথে রোনালদোর আল নাসের’র নতুন জার্সিসহ একটি ছবি সংযুক্ত আছে।
একই ছবি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে পোস্ট করা হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি শেষ হওয়ার পর রোনালদো সৌদি ক্লাব আল নাসরের সাথে দুই বছরের চুক্তি করেন এবং ক্লাবটিতে আগে মাশারিপভের পরা ৭ নম্বর জার্সি তাকে প্রদান করা হয়।
রোনালদো এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ ও জুভেন্টাস এবং তার নিজ দেশ পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি পরে খেলেছেন।
তবে রোনালদোকে ৭ নম্বর জার্সি দিতে অস্বীকৃৃতি জানানোয় আল নাসের‘র মাশারিপভকে বাদ দেয়ার দাবিটি সত্য নয়।
জার্সি পরিবর্তন
আল নাসের‘র একজন প্রতিনিধি এএফপিকে জানান, রোনালদে ক্লাবে যোগ দেয়ার ঘোষণার আগেই মাশারিপভ ৭ নম্বর জার্সি পরিবর্তন করে ৭৭ নম্বর জার্সি পরিধান করতে সম্মত হন।
এমনকি গত ২০২২ সালের ৩০ ডিসেম্বর আল নাসরে রোনালদোর যোগ দেওয়ার আগে মাশারিপভের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ক্লাবের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাশারিপভের ৭৭ নম্বর জার্সি পরিহিত ছবি পোস্ট করা হয়।
View this post on Instagram
গত ৩ জানুয়ারি মাশারিপভ আবার রোনালদোর সাথে তার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন “৭/৭৭” লিখেন যা মূলত রোনালদো ও তার জার্সির নম্বর।
মাশারিপভের চুক্তি শেষ?
স্প্যানিশ স্পোর্টস সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি ঘরোয়া ফুটবলে একটি ক্লাবে সর্বোচ্চ আটজন বিদেশি ফুটবলার রাখতে পারার বিধানের কারণে আর্জেন্টাইন খেলোয়াড় পিটি মার্টিনেজ ও উজবেক খেলোয়াড় জালালউদ্দিন মাশারিপভ শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে আল নাসর ছাড়তে পারেন।
আল নাসরের প্রতিনিধিও এএফপিকে জানান যে, এই নিয়মের কারণে মাশারিপভের সাথে ক্লাবটির চুক্তি শেষ হয়ে যেতে পারে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ