
ইমরান খানের এই ছবি তার উপর সাম্প্রতিক হামলার পরের নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 16 নভেম্বর 2022, 10:42
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছবিটি গত ৩ নভেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গু-লি-বি-দ্ধ্ব হয়ে হাসপাতালে আছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে তুলেন।”

গত ৩ নভেম্বর পাকিস্তানে এক রাজনৈতিক সমাবেশে ইমরান খান পায়ে গুলিবিদ্ধ হন। এএফপির প্রতিবেদন দেখুন এখানে।
চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন নির্বাচনের দাবিতে পাকিস্তানের এই সাবেক ক্রিকেট তারকা লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চ শুরু করেন।
ছবিটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে দাবিটি অসত্য।
গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই ছবিটি ২০১৪ সালের ১৭ আগস্ট ইমরান খানের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়।
Night at the dharna. pic.twitter.com/5ppIGJAs1S
— Imran Khan (@ImranKhanPTI) August 17, 2014
টুইটটির ক্যাপশনে লেখা রয়েছে, “ধর্নাতে রাত।”
টুইটটিতে উর্দু ‘ধর্না’ বলতে ২০১৪ সালে পাকিস্তানে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের কয়েক মাস ব্যাপী অবস্থান কর্মসূচী বোঝানো হয়েছে।
নির্বাচনে জালিয়াতির অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
২০১৪ সালের ১৭ আগস্ট ভারতের দ্য হিন্দু পত্রিকায় অবস্থান কর্মসূচীর খবরের সাথেও ছবিসহ ইমরান খানের এই টুইটটি সংযুক্ত করা হয়।
নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও ইমরান খানের টুইটের ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ