
ছবিটি ইতালিয়ান এক শিল্পীর তৈরি, ভারতে হেলিকপ্টার দুর্ঘটনার দৃশ্য নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 14 নভেম্বর 2022, 12:04
- আপডেট করা হয়েছে 14 নভেম্বর 2022, 12:13
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছবিটি গত ১৮ অক্টোবর ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
ছবিটিতে আকাশে থাকা একটি হেলিকপ্টারে আগুন দেখা যাচ্ছে।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “কেদারনাথ ধামে যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৬ পূণ্যার্থীর আত্মার শান্তি কামনা করি। পরিবারদের সকলকে জানাই সমবেদনা।”

গত ১৮ অক্টোবর ভারতের কেদারনাথের মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফেরার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই সাতজনের সবাই মৃত্যুবরণ করেন।
ছবিটি একই দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
রিভার্স ইমেজ সার্চে ছবিটি স্টক ফটো ওয়েবসাইট আইস্টক ও ড্রিমটাইমে এখানে ও এখানে পাওয়া যায়।

আইস্টকের ছবিটি “জিওক্যালডে” এর সৌজন্যে ২০১৫ সালের ২৪ মার্চ আপলোড করা হয়।
ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, “মধ্য আকাশে আগুন ধরে যাওয়া হেলিকপ্টারের দৃশ্য।”
অধিকতর সার্চে ছবিটির আরো আগের একটি সংস্করণ আলামিতে পাওয়া যায় যা ২০১২ সালের ৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই ছবিতে হেলিকপ্টারটিতে আগুন দেখা যায় না।
নীচে ছবিটির একটি স্ক্রিনশট দেওয়া হলো:

ছবিটি জর্জিও ক্যালডেরাটোর সৌজন্যে প্রকাশ করা হয়।
একই ছবি শাটারস্টকে “জিওক্যালডে” এর সৌজন্যে পোস্ট করা হয়। জিওক্যালডে হলো জর্জিও ক্যালডেরাটোর সংক্ষিপ্ত রূপ।
নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে), আইস্টকের ছবি (মাঝে) ও আলামিতে প্রাপ্ত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

শাটারস্টকে দেওয়া ক্যালডেরাটোর প্রোফাইল অনুযায়ী তিনি একজন ইতালিয়ান ভিজ্যুয়াল আর্টিস্ট ও ভিডিওগ্রাফার।
ক্যালডেরাটো এএফপিকে বলেন, “আমি নিশ্চিত করছি এই ছবি বাস্তব নয়। আমি ফটোশটপ দিয়ে এটি তৈরি করেছি।”
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ