ভিডিওটি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ডি সিলভার বিজয় উদযাপনের নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 13 নভেম্বর 2022, 14:09
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
চলতি বছরের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয়ের পর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে ভিডিওটি লুলার সমর্থকদের তার বিজয় উদযাপনের। দাবিটি অসত্য; ২০২০ সালের অক্টোবরে প্রথম প্রকাশিত ভিডিওটি ক্রোয়েশিয়ার ফুটবল ক্লাব এইচএনকে হাজদুক স্প্লিটের ৭০ তম বার্ষিকী উদযাপনের।

গত ৩১ অক্টোবর ভিডিওটি বাংলাদেশে ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনীত বাম প্রার্থী লুলা ডি সিলভার জয়লাভের খবরে গতকাল রাতের ব্রাজিল।”

Image
( Mohammad MAZED)

গত ৩০ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটের ৫০.৯ শতাংশ পেয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে পরাজিত করেন।

একই রকম দাবি সহকারে ভিডিওটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়।

তবে দাবিটি অসত্য।

গুগল রিভার্স ইমেজ সার্চে ২০২০ সালের ২৮ অক্টোবর ইএসপিএন স্পোর্টস সেন্টারের একটি টুইটে ভিডিওটি পাওয়া যায়।

টুইটটির ক্যাপশনে লেখা রয়েছে, “শহর আজ জ্বলজ্বল করছে: টরসিডা স্প্লিটের ৭০ বছর পূর্ণ হলো এবং তারা এভাবে বড় পরিসরে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।”

টরসিডা স্প্লিট হলো এইচএনকে হাজদুক স্প্লিটের সমর্থকদের সংগঠন।

ভিডিওটি টরসিডা স্প্লিটের ইউটিউব চ্যানেল থেকেও পোস্ট করা হয়।

রিভার্স ইমেজ সার্চে টরসিডা স্প্লিটের উদযাপনের আরো কিছু খবর ক্রোয়েশিয়ান ইংরেজি ভাষায় পাওয়া যায়। এতে স্প্লিট শহরের অন্য প্রান্তে তোলা এই উদযাপনের কিছু ছবি দেখা যায়।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ