
এটি ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তান ও আফগানিস্তান সমর্থকদের সংঘর্ষের ভিডিও
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 27 সেপ্টেম্বর 2022, 16:03
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৮ সেপ্টেম্বর ফেসবুকে এখানে ভিডিওটি পোস্ট করে বাংলা ও ইংরেজিতে ক্যাপশন দেয়া হয়েছে: "পাকিস্তান বনাম আফগানিস্তান খেলা দর্শক মারামারি ২০২২।"
ভাইরাল হওয়া ফুটেজটিতে দেখা যাচ্ছে দুইপক্ষ একে অপরকে কিলঘুষি দিচ্ছেন এবং বিভিন্ন জিনিস ছুঁড়ে মারছেন।

একই রকম দাবি সহকারে পোস্ট করা ভিডিওটি এখানে ও এখানে বেশ কয়েক হাজারবার দেখা হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত এশিয়া কাপের পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে ভক্তদের মধ্যকার সংঘর্ষের ঘটনা-- যেটিকে পাকিস্তান ক্রিকেটের প্রধান রমিজ রাজা 'মাস্তানি' বলে অভিহিত করেছেন-- এর পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে।
মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার বাকবিতণ্ডার উত্তাপ গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে ছড়ায়। কিছু ভিডিওতে দেখা যায় পাকিস্তান দলের টিশার্ট পরা কিছু দর্শকের ওপর চেয়ার ছুঁড়ে মারছেন আফগান কয়েকজন দর্শক।
তবে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি পুরনো।
গুগলে কীওয়ার্ড এবং রিভার্স ইমেজ সার্চ করে ফুটেজটি এখানে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ভক্তদের মারামারি সংক্রান্ত এই প্রতিবেদনে পাওয়া গেছে।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান ২০১৯ সালের ৩০ জুনের ওই প্রতিবেদনের শিরোনাম: "ক্রিকেট বিশ্বকাপে পাক-আফগান ভক্তদের মারামারির নতুন ভয়াবহ ফুটেজ প্রকাশিত"।
বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং দ্য সান এর ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট নিচে দেয়া হল:

প্রতিবেদনে জানানো হয়, খেলাটি লিডস এর হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ২০১৯ সালের ২৯ জুন অনুষ্ঠিত হয়।
ওই ফুটেজ এবং সেটির স্ক্রিনশট তখন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে-- যেমন এখানে ও এখানে-- প্রকাশিত হয়েছিল।
এছাড়া একই ঘটনার ভিন্ন এঙ্গেলের একটি ভিডিও পাকিস্তানি সাংবাদিক মুরতাজা আলী শাহ এখানে টুইট করেছিলেন।
Fight breaks out between fans of Afghanistan and Pakistan cricket team at the #Headingley cricket stadium in Leeds after Pakistan betas Afghanistan. Poor level of security. Such scenes should never be allowed pic.twitter.com/l0rJAerXO9
— Murtaza Ali Shah (@MurtazaViews) June 29, 2019
ম্যাচ চলাকালীন গ্যালারিতে 'বেলুচিস্তানের জন্য সুবিচার' লেখা একটি ব্যানার উড়ানোকে কেন্দ্র করে শুরু হওয়া ওই সহিংসতা পরে স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। তখন এএফপি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
বেলুচিস্তান হচ্ছে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের একটি প্রদেশ যেটি ইসলামপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং আন্তধর্মীয় বিভিন্ন বিভিন্ন গ্রুপের মধ্যকার সংঘাতের জন্য বেশ পরিচিত।
দক্ষিণ এশিয়াস্থ প্রতিবেশী দেশ দুটির মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও দোষরোপের সম্পর্ক দরুণ বহু বছর ধরে বিদ্যমান।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ