সিরিয়ায় ভূপাতিত হেলিকপ্টারের ভিডিওকে মিয়ানমারের ঘটনা বলে ফেসবুকে প্রচার

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 6 সেপ্টেম্বর 2022, 12:07
  • আপডেট করা হয়েছে 6 সেপ্টেম্বর 2022, 13:38
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে এটি বিদ্রোহীদের হাতে ভূপাতিত হওয়া মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার। দাবিটি অসত্য; ভিডিওটি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় বিদ্রোহীদের কর্তৃক একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবরের সাথে অনলাইনে পাওয়া যায়।

ভিডিওটি গত ৩ সেপ্টেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

পোস্টটির বাংলা ক্যাপশনে লেখা রয়েছে, “মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যেভাবে ভূপাতিত হলো।”

Image

অগাস্ট মাসের শুরু থেকে মিয়ানমারের রাখাইন, তানপট্টি ও চিন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহী বাহিনীগুলোর চলা লড়াইয়ের প্রেক্ষিতে ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হয়।

একই দাবি সহকারে ভিডিওটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়। কিছু ফেসবুক পোস্টে শেয়ার করা ভিডিওতে বাংলাদেশি সংবাদমাধ্যম একাত্তর টিভির লোগো দৃশ্যমান। যদিও পরে একাত্তর টিভি তাদের ইউটিউব চ্যানেল থেকে এ সংক্রান্ত খবরের ভিডিওটি সরিয়ে ফেলেছে।

তবে দাবিটি অসত্য।

গুগল কী-ফ্রেম সার্চে দেখা যায় ভিডিওটি সিরিয়ায় বিদ্রোহীদের দ্বারা একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবরের সাথে অনলাইনে প্রকাশিত হয়। 

ফেসবুকে বিভ্রান্তিকর পোস্টে ব্যবহৃত ভিডিওটি মূলত ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি বৃটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত হয়।

দ্য টেলিগ্রাফের ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “বিদ্রোহীদের হাতে সিরিয়ান সামরিক বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত।”

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও দ্য টেলিগ্রাফে প্রকাশিত ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

একই ভিডিও একই দিনে প্রকাশিত সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এই প্রতিবেদনেও পাওয়া যায়।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ