দিল্লীর ইন্ডিয়া গেইটে ৬১০০০ জন মুসলমানের নাম লেখা থাকার তথ্যটি ভুয়া
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 29 আগস্ট 2022, 13:09
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৪ আগস্ট ফেসবুকে দেয়া একটি পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “দেশের স্বাধীনতা আন্দোলনে শহীদ হয়েছে 95300 জন,তার মধ্যে মুসলিম স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছেন,দেশের জন্য প্রাণ দিয়েছেন 61395 জন!যার প্রমাণ দিল্লির ইন্ডিয়া গেটে আজও স্বর্ণাক্ষরে লেখা আছে!”
ফেসবুকে এখানে ও এখানেও একইরকম দাবি সহকারে পোস্ট করা হয়।
দাবিটি অসত্য।
ইন্ডিয়া গেইট মূলত ১৯১৪ সাল থেকে ১৯২১ সালের মধ্যে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে জীবন দানকারী ব্রিটিশ ভারতের ৭০০০০ সৈন্যের প্রতি উৎসর্গ করে নির্মিত। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) তথ্য অনুযায়ী স্মৃতিসৌধটিতে ১৩৩০০ জন সৈন্যের নাম অঙ্কিত রয়েছে।
সিডব্লিউজিসি এখানে মৃত্যুবরণ করা সৈনিকদের বিস্তারিত তথ্য দিয়েছে।
নীচে এএফপির তোলা ইন্ডিয়া গেইটের একটি ছবি দেয়া হলো:
সিডব্লিউজিসির ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে সংস্থাটির মূলনীতির একটিতে লেখা রয়েছে যে, “সামরিক পদক্রম, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোন পার্থক্য করা যাবেনা।”
নীচে পেইজটির স্ক্রিনশট দেওয়া হলো:
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ