ভিডিওটি ২০১৮ সালে ভারতের হিমা দাসের স্বর্ণ জয়ের, ২০২২ সালে কমনওয়েলথ গেমসের নয়
- নিবন্ধটি তিন বছরেরও বেশি পুরনো।
- প্রকাশিত 17 আগস্ট 2022, 08:49
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
গত ৩১ জুলাই ফেসবুকে এখানে ভিডিওটি শেয়ার করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “হিমা দাস বার্মিংহামে CWG-তে 400 মিটার সোনা জিতেছেন।”
ভিডিওটিতে হিমা দাসকে ৪০০ মিটারের ইভেন্টে স্বর্ণ জয় করতে দেখা যায়।
গত ২৮ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ শুরু হয়।
১১ দিনের এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া ৬৭ স্বর্ণসহ পদক লাভের শীর্ষে ছিল। ভারত ২২ টি স্বর্ণসহ পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে।
ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
দাবিটি অসত্য।
ভিডিওটির ২ সেকেন্ডে “আইএএএফ ওয়ার্ল্ড ইউ২০ চ্যাম্পিয়রশীপস টাম্পেরে ২০১৮” লেখা একটি হলুদ রঙ্গের ব্যানার দেখতে পাওয়া যায়।
গুগল কীওয়ার্ড সার্চে অপেক্ষাকৃত দীর্ঘ একটি ভিডিওতে এই ক্লিপটি পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে, “নারীদের ৪০০ মিটার ফাইনাল- বিশ্ব অনুর্ধ্ব ২০ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপস টাম্পেরে ২০১৮।”
ভিডিওটি ২০২১ সালের ১৩ আগস্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ইউটউব চ্যানেলে পোস্ট করা হয়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে'র ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
২০১৮ সালের বিশ্ব অনুর্ধ্ব ২০ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপস ফিনল্যান্ডের টাম্পেরেতে ১০ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ওয়েবসাইটে একটি প্রতিবেদনে হিমা দাসের স্বর্ণ জয় নিয়ে লেখা রয়েছে, “ভারতের হিমা দাস আইএএএফ বিশ্ব অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে ৪০০ মিটারে দেশটির হয়ে প্রথম স্বর্ণ জিতেন।”
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নাম আগে ছিল আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনস অ্যাসোসিয়েশন (আইএএএফ)।
২০১৮ সালের ১৮ জুলাই ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের টুইট করা একটি ভিডিও ক্লিপেও এই ভিডিওর অনুরূপ কিছু দৃশ্য দেখা যায়।
দাস নিজেও তার ফেসবুক পেজ হতে ২০১৯ ও ২০২০ সালে তার স্বর্ণ জয়ের বর্ষপূর্তিতে ইভেন্টটির ফুটেজ শেয়ার করেন।
দুটি পোস্টেই তিনি ২০১৮ সালের বিশ্ব অনুর্ধ্ব ২০ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের কথা উল্লেখ করেছেন।
দাস যদিও ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ২০০ ও ৪০০ মিটার রিলেতে অংশগ্রহণ করেন তবে তিনি কোন পদক জিততে পারেননি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ