হিন্দু ধর্মীয় উৎসবের পুরনো ভিডিওকে ভারতীয় রাজনীতিকের সমর্থনে সমাবেশ বলে প্রচার

কপিরাইট এএফপি ২০১৭-২০২3। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।

বিশাল জনসমাগমের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইসলাম ধর্মের নবী মুহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচিত ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নুপুর শর্মার পক্ষে হিন্দুদের একটি সমাবেশের দৃশ্য। যদিও ভারতের বিভিন্ন স্থানে নুপুর শর্মার সমর্থনে বেশ কিছু মিছিল সমাবেশ হয়েছে, কিন্তু আলোচ্য ভিডিওটি ভুল প্রেক্ষিতে ছড়ানো হয়েছে। এই ভিডিও ২০১৯ সালে ভারতে অনুষ্ঠিত একটি হিন্দু ধর্মীয় উৎসব সংক্রান্ত পোস্টের সাথে অনলাইনে ছিল।

গত ১৬ জুন ফেসবুকে এখানে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

বাংলা ক্যাপশনে লেখা হয়েছে: "প্রায় ১৮ লক্ষ নাগা সাধু নুপুর শর্মাকে সমর্থন করে রাস্তায় নেমেছে।"

নাগা সাধুরা হলেন হিন্দু ধর্মাবলম্বী একটি দল যারা ভগবান শিবের অনুসারী।

নুপুর শর্মা ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন মুখপাত্র যিনি গত মে মাসে একটি টিভি অনুষ্ঠানে নবী মুহাম্মদের সাথে তার ছোট স্ত্রীর সম্পর্ক সংক্রান্ত বিষয়ে মন্তব্য করে বিশ্বব্যাপী নিন্দিত হয়েছিলেন। এরপর তার দল তাকে বরখাস্ত করে।

ভিডিওটি ফেসবুকে এখানেএখানে একইরকম দাবিসহকারে শেয়ার করা হয়েছে।

যদিও ভারতে শর্মার সমর্থনে বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে, তবে গুগলে কীওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ভিডিও ফেসবুকে ভুল প্রেক্ষিতে পোস্ট করা হয়েছে।

হিন্দু উৎসব

ভিডিওটি নবী মুহাম্মদকে নিয়ে শর্মার মন্তব্যের অন্তত তিন বছর আগে থেকে অনলাইনে রয়েছে।

ভিডিওর একটি অপেক্ষাকৃত দীর্ঘ ভার্সন ২০১৯ সালের ৭ মার্চ টুইটারে এখানে পোস্ট করা হয়েছে।

ওই টুইটে ক্যাপশন দেয়া হয়: "পৃথিবীর বুকে সবচেয়ে বড় অস্থায়ী (জনসমাগমের) দৃশ্য। এত বিশাল সংখ্যক মানুষের শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ অবস্থান। অবিশ্বাস্য ভারতীয় সভ্যতা। #কুম্ভ২০১৯।"

কুম্ভ বলতে এখানে 'কুম্ভ মেলা'কে বুঝানো হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় উৎসব যেখানে লাখ লাখ পূণ্যার্থী জড়ো হয়ে হিন্দু ধর্মে পবিত্র হিসেবে গণ্য হওয়া নদীর পানিতে গোসল করেন।

হিমালয়ের গুহায় বসবাসকারী হিসেবে পরিচিত নাগা সাধুরা এই উৎসবে যোগ দেন।

ইউটিউব ও টুইটারে কুম্ভ মেলা সংক্রান্ত পোস্টে ২০১৯ সালে এখানে, এখানেএখানে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

নিচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালে প্রকাশিত ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

উত্তর প্রদেশের এলাহাবাদে অনুষ্ঠিত ২০১৯ সালের কুম্ভ মেলার বিভিন্ন ক্লিপ সম্প্রচার করে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দুরদর্শন ন্যাশনাল এখানেএখানে। এসব ক্লিপের দৃশ্যের সাথে ফেসবুক পোস্টের ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

India prophet row