এই ছবিটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী ও স্পষ্টতম ছবি নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 18 মে 2022, 11:29
  • আপডেট করা হয়েছে 18 মে 2022, 11:32
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী ও স্পষ্টতম ছবি। দাবিটি বিভ্রান্তিকর; ছবিটি পৃথিবী থেকে একজন অ্যাস্ট্রোফটোগ্রাফারের তোলা এবং তা সূর্যের সবচেয়ে স্পষ্টতম ছবিও নয়।

গত ১৪ মে ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়। 

পোস্টটির ক্যাপশনের একাংশে লেখা রয়েছে, “আজ পর্যন্ত রেকর্ড করা সূর্যের সবচেয়ে পরিষ্কার ছবি এটা।”

Image
( Mohammad MAZED)

ছবিটিতে অপেক্ষাকৃত নিকটবর্তী একটি উজ্জ্বল গ্রহের সদৃশ দৃশ্য দেখা যাচ্ছে।

একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে এখানে ছবিটি শেয়ার করা হয়।

দাবিটি বিভ্রান্তিকর।

ছবিটি মূলত যুক্তরাষ্ট্রের মিশিগান ভিত্তিক অ্যাস্ট্রোফটোগ্রাফার জেসন গুয়েঞ্জেলের তোলা।

২০২১ সালের ১৩ জানুয়ারি জেসন তার টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেন।

টুইটটির ক্যাপশনে লেখা রয়েছে, “অতিমাত্রায় সফটওয়্যার দ্বারা সম্পাদিত সৌরজগতের বর্ণমন্ডলের ছবি। এর মাধ্যমে আমাদের নক্ষত্রের মধ্যে থাকা দুরূহ প্রকৃতির ধারণা পাওয়া যায়।”

“বিজ্ঞান ও শিল্পের মধ্যকার সূক্ষ্ণ রেখায় দাঁড়িয়ে।”

টুইটটিতে জেসন তার তোলা ছবিকে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনা করার কথা উল্লেখ করেছেন।

টুইটটিতে এক ব্যবহারকারীর মন্তব্যের উত্তরে ছবিটি তিনি টেলিস্কোপ ও ক্যামেরার সাহায্যে তুলেছেন বলে জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেসন এএফপিকে জানান যে, এই ছবিটি সূর্যের নিকটতম ও স্পষ্টতম ছবি নয়।

তিনি বলেন, “আমি সূর্যের আরো অনেক ছবি তুলেছি। এই ছবিটি সূর্যের নিকটতম ও স্পষ্টতম ছবি নয়। ছবিটির কন্ট্রাস্ট ও গঠনকে দৃশ্যমান ও স্পষ্ট করার জন্য শক্তিশালি সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনা করা হয়েছে।”

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ