
ভিডিওটি সংযুক্ত আরব আমিরাতে নির্মিতব্য একট মন্দিরের ত্রিমাত্রিক নকশার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 11 মে 2022, 13:26
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২৭ সেকেন্ড দীর্ঘ ভিডিও ক্লিপটি গত ২৯ মার্চ ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “সৌদি আরবে প্রথম হিন্দু মন্দির জয় শ্রীরাম।”
ভিডিও ক্লিপটিতেও “সৌদি আরবের প্রথম হিন্দু মন্দির” লেখা রয়েছে, তবে বন্ধনীতে “আবুধাবি”ও লেখা রয়েছে।
ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে একইরকম দাবিসহকারে শেয়ার করা হয়।
বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের রাষ্ট্রভাষা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কয়েকটি রাজ্যেও ভাষাটি প্রচলিত আছে।
দাবিটি বিভ্রান্তিকর।
ভিডিও ক্লিপটিতে মূলত আবুধাবিতে নির্মিতব্য বোচাসন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ন সংস্থা (বিএপিএস) হিন্দু মন্দিরের একটি কম্পিউটার নির্মিত নকশার দৃশ্য।
৩০ মিনিটি ৫ সেকেন্ড ব্যাপী মূল ভিডিওটি ২০১৯ সালের ২৩ এপ্রিল বিএপিএসের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়।
ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “২০ এপ্রিল ২০১৯ এ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিএপিএস হিন্দু মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান।”
বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ক্লিপটি এই ভিডিওর ১৭ মিনিট ৫১ সেকেন্ড থেকে দেখতে পাওয়া যায়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও ইউটিউব ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

বিএপিএস মন্দির কর্তৃপক্ষের একজন মুখপাত্র এএফপিকে বলেন, “এই ভিডিওটি আবুধাবিতে নির্মিতব্য বিএপিএস হিন্দু মন্দিরের একটি নকশা। আবুধাবিতে প্রস্তরনির্মিত প্রথম মন্দির এটি।”
২০২০ সালের ২০ নভেম্বর গালফ নিউজ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে একটি ফটো প্রতিবেদন প্রকাশ করে।
এই মুখপাত্রের মতে, মন্দিরটির নির্মান কাজ ২০২৪ সালের প্রথম এক চতুর্থাংশের মধ্যে শেষ হবে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ