এটি কায়রো বিমানবন্দরের জন্য ২০০৮ সালে মিশরীয় শিল্পীর তৈরি ভাস্কর্যের ছবি

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 16 ফেব্রুয়ারি 2022, 15:02
  • আপডেট করা হয়েছে 16 ফেব্রুয়ারি 2022, 15:08
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ, AFP হংকং
ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিটি ১৪০০ বছর আগে নবী মুহাম্মদ কর্তৃক বেঁধে রাখা দুটি ঝুলন্ত পাথরের। দাবিটি অসত্য; এটি ২০০৮ সালে কায়রো বিমানবন্দরের জন্য মিশরীয় এক শিল্পীর তৈরি ভাস্কর্যের ছবি। 

ছবিটি ভিডিও ক্লিপ আকারে গত ১৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে এখানে শেয়ার করা হয়। 

Image

  

বাংলা পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “ঝুলন্ত পাথর দুইটি ১৪০০ বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মাদ বেঁধে রেখেছিলেন!”

ছবিটি একইরকম দাবিসহকারে ফেসবুকে এখানেএখানে শেয়ার করা হয়। 

দাবিটি অসত্য; ছবিটিতে মূলত ২০০৮ সালে কায়রো বিমানবন্দরের জন্য মিশরীয় এক শিল্পীর তৈরি একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। 

ছবিটি মিশরের কায়রো বিমানবন্দরে স্টক ছবি সংস্থা আলামির ফটোগ্রাফার কর্তৃক তোলা। 

ফ্রেঞ্চ ভাষার ক্যাপশনের বাংলা অনুবাদ এরকম: “অপটিক্যাল ইল্যুশন ভাস্কর্য, শাবান আব্বাস, ২০০৮, টার্মিনাল ৩, কায়রো বিমানবন্দর, মিশর।”

নীচে ছবিটির একটি স্ক্রিনশট দেওয়া হলো:

Image

শাবান মোহাম্মদ আব্বাস একজন পুরস্কার বিজয়ী ভাস্কর এবং তিনি ২০১০ সালের ১৭ নভেম্বর ৪১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। 

২০১০ সালের ১৮ নভেম্বর মিশরের আল আহরাম পত্রিকায় তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। 

চারুকলা সম্পর্কিত মিশর সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আব্বাসের শিল্পকর্ম মিশরের বিভিন্ন জাদুঘরে দেখতে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে কায়রোর আধুনিক মিশরীয় শিল্প জাদুঘর, নিউ কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর ইত্যাদি।   

২০১৭ সালের মার্চে ভাস্কর্যটির আরেকটি ছবি এই অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়। 

নীচে ছবিটির একটি স্ক্রিনশট দেওয়া হলো:

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ