২০১৮ সালের হারিকেন মাইকেলের ভিডিও ভুলভাবে বাংলাদেশে ইয়াসের দৃশ্য বলে প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 2 জুন 2021, 12:02
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৪ মে ফেসবুকে এখানে ভিডিওটি পোস্ট করা হয় যা ৩৫ হাজারের বেশী দেখা হয়েছে।
একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে- 'তান্ডব শুরু করছে ঘূর্ণিঝড় ইয়াস!!!বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভয়ংকর ঝড়বৃষ্টি শুরু, নিরাপদ আশ্রয় নিচ্ছে মানুষ।'
গত ২৭ মে ভারত ও বাংলাদেশের উপকূলে ঘূ্র্ণিঝড় ইয়াস আঘাত করলে হাজারো মানুষ গৃহহীন হয়।
একইরকম দাবি সম্বলিত আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
এই দাবিটি অসত্য।
ভিডিওটির কী-ফ্রেম দিয়ে রিভার্স ইমেজ সার্চ ও কী-ওয়ার্ড সার্চ চালিয়ে ২০১৮ সালের ১২ অক্টোবর ইউটিউবে আপলোড হওয়া এই ভিডিওটি পাওয়া যায়।
ভিডিওটি যুক্তরাষ্ট্র ভিত্তিক ভিডিও লাইসেন্সিং এজেন্সী লাইভ স্টর্মস মিডিয়ার চ্যানেল থেকে আপলোড করা হয়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট (বামে) ও লাইভ স্টর্ম মিডিয়ার (ডানে) ক্লিপের স্ক্রীনশটের তুলনামূলক চিত্র দেখুন-
ইউটিউব ভিডিওটির ৫০ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের রিটেইল স্টোর 'মবি ডিকসে'র সাইন দৃশ্যমান আছে।
গুগল ম্যাপসে স্টোরটির অবস্থানও পানামা সিটি বীচেই দেখা যায়।
সংবাদমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনেও ভিডিওটি লাইভ স্টর্মস মিডিয়ার বরাতে প্রকাশ করা হয়েছে। 'Michael tears off roofs in Panama City Beach' শীর্ষক প্রতিবেদনটি ২০১৮ সালের ১০ অক্টোবর প্রকাশিত হয়।
২০১৮ সালের ১০ অক্টোবর ফ্লোরিডা উপকূলে হারিকেন মাইকেল আঘাত হানে। এএফপির এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।
গত এক শতাব্দীরও বেশী সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন এটি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ