সৌদি আরবে পুনরায় সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়নি
- নিবন্ধটি তিন বছরেরও বেশি পুরনো।
- প্রকাশিত 17 ফেব্রুয়ারি 2022, 17:37
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি ইন্ডিয়া, এএফপি বাংলাদেশ
গত ২৪ জানুয়ারি ফেসবুকে এখানে এরকম দাবি সহকারে একটি পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, "খুশির খবর!! সৌদি আরবে সিনেমা হল পুরোপুরি ভাবে বন্ধ করার ঘোষণা করেছেন সৌদি সরকার! আবার আগের মত হবে আলহামদুলিল্লাহ!"
রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবে রাজপরিবারের ধারাবাহিক সংস্কার কার্যের ধারাবাহিকতায় ২০১৭ সালের শেষের দিকে সিনেমা হল পরিচালনার উপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এএফপির প্রতিবেদন দেখুন এখানে।
ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী কেবল ২০২১ সালেই পূর্ববর্তী বছরের তুলনায় ৯৫ শতাংশ বেশি তথা মোট ২৩৮ মিলিয়ন ডলারের টিকেট বিক্রি হয়েছে।
একইরকম দাবিসহকারে ফেসবুকে এখানে ও এখানে অনুরূপ পোস্ট শেয়ার করা হয়েছে।
তবে দাবিটি অসত্য। অদ্য ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষ সিনেমা হল বন্ধের কোন ঘোষণা দেয়নি।
দেশটির দু'টি সিনেমা হল কর্তৃপক্ষ পৃথকভাবে এএফপিকে জানিয়েছে যে তাদের হল খোলা আছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাতে পরিচালিত সিনেমা হল চেইন ভক্স এর সৌদি শাখা গত ১০ ফেব্রুয়ারি এএফপিকে বলে, "সিনেমা হল স্বাভাবিকভাবেউ চলছে এবং বন্ধ হওয়ার দাবিটি অসত্য।"
সৌদি রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে দশটি থিয়েটার নিয়ে পরিচালিত এএমসি সিনেমা গত ১০ ফেব্রুয়ারী বলে, "একথা সত্য নয় যে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন যে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমাদের বিভিন্ন ধরণের থিয়েটার ও শো- টাইম আছে।"
এছাড়াও এএফপি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত হল দুটির ওয়েবসাইটে টিকেট বিক্রি চলমান আছে দেখতে পেয়েছে।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ