
এই ছবিগুলো খেলনা সামগ্রীর, বেবি অ্যালবিনো বাদুড়ের নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 29 সেপ্টেম্বর 2021, 13:25
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছবিগুলো গত ৪ জুন মাসে ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
ছবিগুলোতে এক নারীর হাতে ছোট বাদুড় সদৃশ বস্তু দেখা যাচ্ছে।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, 'অ্যালবিনো বাদুর।'
ছবিগুলো একইরকম ক্যাপশন সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়েছে।
তবে পোস্টগুলো বিভ্রান্তিকর।
গুগল রিভার্স ইমেজে দেখা যায়, এসব ছবিগুলো ২০১৯ সালের ৯ অক্টোবর ইনস্টাগ্রামে প্রকাশিত হয়।
সাইবেরিয়ার অমস্ক শহরভিত্তিক উলের তৈরি খেলনা নির্মাতা ও শিল্পী অ্যানা ইয়াস্তানার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও ইয়াস্তানার ইনস্টাগ্রাম পোস্টের ছবির (ডানে) তুলনামূলক একটি স্ক্রিনশট দেওয়া হলো:

খেলনা সামগ্রীগুলো ইটসি নামক এই অনলাইন শপিং ওয়েবসাইটেও পাওয়া যায়।

বিভ্রান্তিকর ফেসবুক পোস্টগুলো সম্পর্কে ইয়াস্তানা এএফপি’কে বলেন, 'খেলনাগুলো দুই বছর আগে আমি তৈরি করি। একজন ক্রেতা অর্ডার করেছিলেন।'
২০২০ সালের ৭ আগস্ট তার ফেসবুক পেজেও তিনি একইরকম খেলনা বাদুড় তৈরি করার সময়ের একটি ছবি পোস্ট করেন।

এ সংক্রান্ত এএফপি'র ইংরেজি ফ্যাক্ট চেক প্রতিবেদনটি পড়ুন এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ