এই ছবিগুলো খেলনা সামগ্রীর, বেবি অ্যালবিনো বাদুড়ের নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 29 সেপ্টেম্বর 2021, 13:25
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে কিছু পোস্টে চারটি ছবি শেয়ার করে ছবিগুলোকে ‘বেবি অ্যালবিনো‘ বাদুড়ের বলে দাবি করা হচ্ছে। দাবিটি অসত্য; ছবিগুলো মূলত বানানো খেলনা সামগ্রীর।

ছবিগুলো গত ৪ জুন মাসে ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

 ছবিগুলোতে এক নারীর হাতে ছোট বাদুড় সদৃশ বস্তু দেখা যাচ্ছে।

Image
( Qadaruddin SHISHIR)

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ''অ্যালবিনো বাদুর।''

ছবিগুলো একইরকম ক্যাপশন সহকারে ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

তবে পোস্টগুলো বিভ্রান্তিকর।

গুগল রিভার্স ইমেজে দেখা যায়, এসব ছবিগুলো ২০১৯ সালের ৯ অক্টোবর ইনস্টাগ্রামে প্রকাশিত হয়।

সাইবেরিয়ার অমস্ক শহরভিত্তিক উলের তৈরি খেলনা নির্মাতা ও শিল্পী অ্যানা ইয়াস্তানার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়।

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও ইয়াস্তানার ইনস্টাগ্রাম পোস্টের ছবির (ডানে) তুলনামূলক একটি স্ক্রিনশট দেওয়া হলো:

Image


খেলনা সামগ্রীগুলো ইটসি নামক এই অনলাইন শপিং ওয়েবসাইটেও পাওয়া যায়।

Image

বিভ্রান্তিকর ফেসবুক পোস্টগুলো সম্পর্কে ইয়াস্তানা এএফপি’কে বলেন, ''খেলনাগুলো দুই বছর আগে আমি তৈরি করি। একজন ক্রেতা অর্ডার করেছিলেন।''

২০২০ সালের ৭ আগস্ট তার ফেসবুক পেজেও তিনি একইরকম খেলনা বাদুড় তৈরি করার সময়ের একটি ছবি পোস্ট করেন।

Image

এ সংক্রান্ত এএফপি'র ইংরেজি ফ্যাক্ট চেক প্রতিবেদনটি পড়ুন এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ