এই ছবিগুলো ২০২০ সালে বাংলাদেশে ঘটা একটি নৌ দুর্ঘটনা সংশ্লিষ্ট
ফেসবুকে শত শত পোস্টে দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, সম্প্রতি বাংলাদেশের উত্তরের জেলা ময়মনসিংহে একটি নৌ দুর্ঘটনায় ১৭ জন কুরআনের হাফেজা নিহত হয়েছেন। দাবিটি বিভ্রান্তিকর; ছবিগুলো মূলত ২০২০ সালে নেত্রকোনায় একটি নৌ দুর্ঘটনায় নিহতদের।
গত ২২ সেপ্টেম্বর ফেসবুকে একটি পোস্টের ছবি দুটি শেয়ার করা হয় যার ক্যাপশনে লেখা রয়েছে, ''ময়মনসিংহে ১৭জন বোন কোরআনের হাফেজা হয়েছেন। হিফয্ শেষ করে আজ ২২ সেপ্টেম্বর সকলে নৌকা ভ্রমণের উদ্দেশ্য রওয়ানা দেন। ফেরার পথে তাদের নৌকা ডুবে ১৭জনেই মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ প্রিয় বোন গুলোকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।''

ময়মনসিংহ বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি জেলা, এবং অন্যদিকে কুরআন যারা মুখস্ত করেন তাদেরকে হাফিজ বলা হয়।
৭০০ বারের বেশি শেয়ার হওয়া এই পোস্টের দুটি ছবির একটিতে মুসলিমদের পোশাক পরিহিত কিছু ব্যক্তিকে একত্রে দেখা যাচ্ছে এবং অপরটিতে কিছু মানুষকে কবরসদৃশ কিছু খুড়তে দেখা যাচ্ছে।
ছবিগুলো একইরকম দাবিসহ ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে ফেসবুক পোস্টগুলোতে করা দাবিটি বিভ্রান্তিকর।
গুগল রিভার্স ইমেজ সার্চে ছবি দুটি বাংলা ট্রিবিউনের ২০২০ সালের ৬ আগস্টের একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ''মদনে নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন।''
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও বাংলা ট্রিবিউনে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:


নেত্রকোনায় ২০২০ সালের নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটে যাদের অধিকাংশই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রী ছিলেন।
এছাড়া সম্প্রতি ২২ সেপ্টেম্বর ময়মনসিংহে কোন নৌকাডুবির ঘটনার খবর এএফপি নির্ভরযোগ্য কোন সংবাদমাধ্যমে খুঁজে পায়নি।