গ্যাস সিলিন্ডার থেকে আগুনের এই ভিডিওটি ভিয়েতনামের ঘটনা

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 26 সেপ্টেম্বর 2021, 11:45
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
একটি ভবনের নীচতলায় অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফেসবুকে বেশকিছু পোস্টে শেয়ার করে দাবি করা হচ্ছে মালয়েশিয়াতে একটি একটি চাইনিজ দোকানে অগ্নিকাণ্ডের ভিডিও এটি। দাবিটি অসত্য; মূলত তা ভিয়েতনামের একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ভিডিও।

গত ২৬ আগস্ট ফেসবুকে এখানে পোস্টটি শেয়ার করা হয়।

Image

বাংলা পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ''গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ #আগুন ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে একটি চাইনিজ দোকানে আল্লাহ্ সবাইকে হেফাজত করুন।''

একইরকম দাবিসহকারে পোস্ট দিয়ে ফেসবুকে এখানে এখানে পোস্ট করা হয়েছে। ইংরেজিতেও ভিডিওটি শেয়ার করা হয়।

তবে দাবিটি অসত্য।

গুগল রিভার্স ইমেজ সার্চে ভিডিওটি ভিয়েতনামি সংবাদমাধ্যম 'ভিয়েতনাম নেট' এর গত ১১ আগস্টের এই প্রতিবেদনে পাওয়া যায়।

প্রতিবেদনটির শিরোনাম ছিল, ''লাও চাই'য়ে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন থেকে বিস্ফোরণ।''

প্রতিবেদনটি অনুসারে গত ১১ আগস্ট সকালে ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমের লাও চাই প্রদেশের সা পা শহরে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও ভিয়েতনাম নেট এর প্রতিবেদনের ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

ভিডিও এজেন্সি নিউজফ্লেয়ারও ভিন্ন কোণ থেকে নেওয়া একই ঘটনার আরেকটি ভিডিও প্রকাশ করেছে।

এখানেও উল্লেখ আছে যে ভিডিওটি ১১ আগস্ট সা পা শহরে সংঘটিত অগ্নিকাণ্ডের।

প্রতিবেদনটির প্রথম প্যারাগ্রাফে লেখা রয়েছে, ''১১ আগস্ট বুধবার লাও চাই'য়ে গ্যাস সিলিন্ডার বিক্রেতা দোকান থেকে সংঘটিত বিস্ফোরণে কমপক্ষে দু'টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।''

ভিয়েতনামের ইংরেজি সংবাদমাধ্যম তোই ত্রে নিউজের ১২ আগস্টের প্রতিবেদনেও ঘটনাটির খবর প্রকাশিত হয়েছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ