A Bangladeshi farmer ploughs his field in traditional way in Chandina village southeastern Comilla district, 19 August 2001. Impoverished farmers, who has no means to buy modern agricultural machineries have to endure an all day work just to survive. AFP PHOTO JEWEL SAMAD ( AFP / JEWEL SAMAD)

বাংলাদেশের কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করার অসত্য খবর ফেসবুকে

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 29 জুলাই 2021, 13:40
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে বেশকিছু পোস্টে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লাকে বিভাগে রূপান্তরিত করার মাধ্যমে নতুন ভৌগোলিক বিভাগ সৃষ্টি করে মোট বিভাগের সংখ্যা নয় এ উন্নীত করা হয়েছে বলে একটি তথ্য ছড়ানো হচ্ছে। দাবিটি অসত্য; সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন যে তথ্যটি অসত্য এবং এএফপিও স্থানীয় সংবাদমাধ্যমে এরকম কোন সিদ্ধান্তের খবর খুঁজে পায়নি। 

Body:  গত ২৬ জুলাই ফেসবুকে এখানে পোস্টটি করা হয়। 

পোস্টটির ক্যাপশনে লেখা আছে: ''অভিনন্দন! কুমিল্লাবাসীর  অনেক দিনের স্বপ্ন পূরণ হলো।
চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও বি-বাড়িয়া জেলা (মোট ৬টি) নিয়ে এই নতুন বিভাগ।
দক্ষিন-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মোট ১২,৮৪৮.৫৩ কিমি (৪,৯৬০.৮৫ মাইল) অনুযায়ী ১,৬৭,০৮,০০০ জনসংখ্যা নিয়ে গঠিত বর্তমান কুমিল্লা বিভাগ।''

Image

বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে কুমিল্লা বর্তমানে চট্টগ্রাম বিভাগের অধীন একটি দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা।

বাংলাদেশে বর্তমানে ৬৪ টি জেলা নিয়ে গঠিত বিভাগের সংখ্যা ৮ টি যেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। 

একই দাবিসহকারে ফেসবুক পোস্ট এখানেএখানে করা হয়।

দাবিটি অসত্য।

বাংলাদেশ সরকার সম্প্রতি কক্সবাজারের ঈদগাঁও, সুনামগঞ্জের মধ্যনগর ও মাদারীপুরের ডাসারকে থানা থেকে নতুন ৩ টি উপজেলাতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। 

গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর এক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ''প্রত্যন্ত এই অঞ্চলগুলোতে সমান উন্নয়ন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।'' 

তবে কোথাও কোন প্রতিবেদনেই কুমিল্লাকে বিভাগ ঘোষণার কোন খবর পাওয়া যায়নি।

অন্যদিকে সরকারের পক্ষ থেকেও এএফপি’কে জানানো হয় যে এই তথ্যটি ভুয়া।

নিকার’র উপসচিব মোহাম্মদ কায়কোবাদ খন্দকার গত ২৭ জুলাই জানান যে, কুমিল্লাকে বিভাগে রূপান্তরিত কোন সিদ্ধান্ত সভায় নেওয়া হয়নি।  

তিনি বলেন, ''এই খবরটি পুরোপুরি অসত্য। সরকার কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার কোন সিদ্ধান্ত নেয়নি।''

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ