
প্রাক্তন পোপ বেনেডিক্টের শেষকৃত্যের ভিডিও, পোপ ফ্রান্সিসের নয়
- প্রকাশিত 4 মে 2025, 05:54
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
- অনুবাদ এবং অভিযোজন Eyamin SAJID
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২২ এপ্রিল ২০২৫ তারিখে ইতালি এবং পোপ ফ্রান্সিস হ্যাশট্যাগসহ প্রকাশিত একটি ইউটিউব ভিডিওর ক্যাপশনে বলা হয়, "পোপ ফ্রান্সিস মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে আশীর্বাদ করার জন্য"।
ভিডিওটিতে কিছু লোককে পোপের পোশাক পরিহিত একজন ব্যক্তির দেহাবশেষ বহন করে নিয়ে যেতে দেখা যায়। এরপর গির্জার ভেতর তাঁর জন্য প্রার্থনা করা হয়।

স্ট্রোকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২১ এপ্রিল ভ্যাটিকান প্রকাশিত মৃত্যুসনদ অনুযায়ী, স্ট্রোকের ফলে ফ্রান্সিসের হৃদযন্ত্রে 'অপূরণীয়' ক্ষতি হয় এবং তিনি কোমায় চলে যান (আর্কাইভ লিংক)। মৃত্যুর আগে ৮৮ বছর বয়সী ক্যাথলিক ধর্মগুরুকে পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল। যেখানে তিনি ফুসফুসের জটিলতায় ভুগে মারা যান।
নম্রতার প্রতীক আর্জেন্টাইন পোপের সাধারণ কাঠের কফিনটি ২৬ এপ্রিল তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তিন দিন ধরে শায়িত অবস্থায় রাখার জন্য সেন্ট পিটার্সের ব্যাসিলিকায় স্থানান্তরিত করা হয়েছিল(আর্কাইভ এখানে ও এখানে)।
একই দাবিতে ভিডিওটি বাংলায় ফেসবুকে এখানে ও এখানে ছড়ানো হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায়ও ভিডিওটি ছড়ানো হয়েছে।
কিন্তু প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২৩ সালের জানুয়ারিতে প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের শায়িত অবস্থার।
রিভার্স ইমেজ সার্চ এবং কিওয়ার্ড সার্চে একই ফুটেজটি পাওয়া যায়। যা ২০২৩ সালের জানুয়ারির ২ তারিখে ইডব্লিউটিএন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে আপলোড করেছিল (আর্কাইভ লিংক)।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "সোমবার ভোরে পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মরদেহ সেন্ট পিটার্সের ব্যাসিলিকায় স্থানান্তরিত করা হয়েছে, যেখানে প্রয়াত পোপ ৪ জানুয়ারি পর্যন্ত শায়িত অবস্থায় থাকবেন। ষোড়শ বেনেডিক্টের জন্য প্রার্থনা করতে ও তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ ভ্যাটিকানের ব্যাসিলিকায় প্রবেশ করছে"।

বেনেডিক্ট ৯৫ বছর বয়সে মারা যান। মধ্যযুগের পর প্রথম পোপ হিসেবে দায়িত্ব পালনের এক দশক পর তিনি পদত্যাগ করেন(আর্কাইভ লিংক)।
ভ্যাটিকান নিউজের অফিসিয়াল ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট এবং ক্যাথলিক নিউজ এজেন্সিও একই ধরনের ফুটেজ শেয়ার করেছে (আর্কাইভ এখানে ও এখানে)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ