এই ছবিতে ইউরোপিয়ান নয়, বরং আমেরিকান সৈন্যদের দেখা যাচ্ছে
ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয় সৈন্যরা জাহাজে করে চাকরির জন্য আমেরিকা যাত্রা করার দৃশ্য এটি। দাবিটি বিভ্রান্তিকর; ছবির সৈন্যরা মূলত আমেরিকান এবং তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে নিউইয়র্কে ফিরতে দেখা যাচ্ছে।
গত ১ জানুয়ারী ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়।
একটি পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, "দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জাহাজে করে ইউরোপীয় সৈনিকদের চাকরির জন্য আমেরিকা যাত্রা.."।

একই ছবি ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং ইতালিয়ান ভাষায় বিভিন্ন সামাজিক মাধ্যমে ৬০ হাজারের উপরে শেয়ার হয়েছে।
দাবিটি বিভ্রান্তিকর।
মূল ছবিটি নিউ ইয়র্ক হিস্টরিক্যাল সোসাইটির সংগ্রহে পাওয়া যায় এবং সোসাইটির ব্লগ 'দ্যা হাইফেন' এ প্রকাশিত হয়।
ছবির ক্যাপশনে এটিকে ১৯৪৫ সালে "দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের পর জনাকীর্ণ জাহাজে করে আমেরিকান সৈন্যদের নিউ ইয়র্কে ফেরার দৃশ্য" বলে উল্লেখ করা হয়েছে।
এই ছবিটিও ১৯৪৫ সালের ৮ মে'তে তোলা।
বেশকিছু ইন্টারনেট ব্যবহারকারী এবং জাহাজ নিয়ে লেখা প্রকাশ করে এরকম ওয়েবসাইটে ছবির জাহাজটিকে রানী এলিজাবেথ জাহাজ বলে উল্লেখ করা হয়েছে। জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
ছবিটির ব্যাপারে জানতে চাওয়া হলে নিউ ইয়র্ক হিস্টরিক্যাল সোসাইটির পক্ষ থেকে এএফপি'কে জানানো হয় যে, ছবিটি তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগ্রহ থেকে নেয়া হয়েছে। এটি ১৯৪৫ সালে তৃতীয় মার্কিন নাভাল ডিস্ট্রিক্ট কোস্টগার্ডের তোলা এবং বর্তমানে রানী ম্যারি ও রানী এলিজাবেথের ফাইলে সংরক্ষিত আছে।