
তুরস্কে মুসলমানদের নামাজের এই ছবিগুলো ২০২০ সালের, ২০২১ এর নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 9 ডিসেম্বর 2021, 08:33
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বৃষ্টির মধ্যে নামাজ পড়ার ছবিগুলো গত ১০ আগস্ট ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “আল্লাহর সাহায্য অবশেষে বৃষ্টি থামিয়ে তুরস্কে আগুন শুরু করে। তুরস্কে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছিল কারণ দিনের পর দিন আবহাওয়া গরম হচ্ছিল।”
“তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে। তুরস্কের অন্যতম প্রধান ধর্মীয় নেতা আলী এরবাগ নামাজের নেতৃত্ব দেন।”
“তুরস্কের ধর্মনিরপেক্ষতাবাদীরা এবং নাস্তিকরা এতে হাসছে আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, আনাতোলিয়ায় আরও ১৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল তুরস্কে মুষলধারে বৃষ্টি হয়েছে কিন্তু প্রতিবেশী গ্রীসে বৃষ্টি হয়নি।”
৫ আগস্টের এএফপির এই প্রতিবেদন অনুযায়ী এবছর জুলাইয়ে তুরস্কের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ দাবানলে কমপক্ষে আট জন নিহত হন।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলী সাবাহ এর এই প্রতিবেদন মতে আগস্টের ১২ তারিখের মধ্যে দাবানল নিয়ন্ত্রণে আসে।
আলী এরবাগ বলতে এখানে তুরস্কের ধর্ম অধিদপ্তরের প্রধান আলী এরবাসকে বোঝানো হয়েছে।
ছবিগুলো একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে দাবিটি অসত্য।
টিনআইতে রিভার্স সার্চে দেখা যায়, ছবি দুটি ২০২০ সালের ১৯ জুন তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি সাফাক এর এই প্রতিবেদনে প্রকাশিত হয়।
প্রতিবেদনটির শিরোনাম ছিল: “রাজধানীতে প্রবল বর্ষণের মধ্যে জুমআর নামাজ।”
প্রথম ছবিটি এখানে দেখতে পাওয়া যায়। এর ক্যাপশনে লেখা রয়েছে, “হাচি বায়রাম ই ভেলি মসজিদে আকস্মিক বৃষ্টি উপেক্ষা করে জুমআর নামাজ অনুষ্ঠিত।”
হাচি বায়রাম ই ভেলি মসজিদটি তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত।
দ্বিতীয় ছবিটি এখানে দেখতে পাওয়া যায়।
নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও ইয়েনি সাফাকে প্রকাশিত ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো-

২০২১ সালের এই ৩০ জুলাই তুরস্কের দিয়ানেত টিভির এই ফুটেজে মানাভগাত শহরের আনাতোলিয়া-মানাভগাত মসজিদে আলী এরবাসকে বৃষ্টির জন্য প্রার্থনা করতে দেখা যায়। জুলাইয়ের শেষ সপ্তাহে এই শহরেই ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছিল।
ক্লিপটির ১১ মিনিটের দিকে তাকে "হে আল্লাহ, আপনি বৃষ্টি দান করুন" বলতে শোনা যায়।
তবে প্রেসিডেন্ট এরদোগান বৃষ্টির জন্য প্রার্থনার আদেশ দিয়েছেন এরকম কোন নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ