
মাইকেল জ্যাকসনের গানের ভিডিও এডিট করে 'আল্লাহর ৯৯ নাম' সংক্রান্ত গান যুক্ত করা হয়েছে
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 14 সেপ্টেম্বর 2021, 14:27
- আপডেট করা হয়েছে 14 সেপ্টেম্বর 2021, 14:27
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১১ সেপ্টেম্বর ফেসবুকে এখানে ভিডিওটি শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, 'পপ সম্রাট মাইকেল জ্যাকসন এর শেষ গাওয়া গান...আল্লাহর ৯৯টা নাম দেওয়া গানটি শুনলে মন ভরে যায়...।'
একইরকম ক্যাপশন সহকারে ফেসবুকে এখানে ও এখানে ক্লিপটি শেয়ার করা হয়।
২০১৬ সালের পর থেকে বিভিন্ন সময়ে ভিডিওটি একইরকম দাবি সহকারে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। দেখুন এখানে, এখানে ও এখানে।
ভিডিওটির কী-ফ্রেম দিয়ে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এটি ১৯৯৩ সালের ১৯ জানুয়ারিতে বিল ক্লিনটনের প্রেসিডেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের 'গোন টু সুন' এবং 'হিল দ্যা ওয়ার্ল্ড' গান দুটিতে পারফর্ম করার ভিডিও।
বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিওতে জ্যাকসনের গাওয়া গানের পরিবর্তে 'গিভ থ্যাংকস টু আল্লাহ' গানের অডিও সংযোজন করা হয়েছে।
এই ভিডিওতে সংযোজিত 'গিভ থ্যাংকস টু আল্লাহ' গানটি মূলত গেয়েছেন দক্ষিণ আফ্রিকান শিল্পী জাইন ভিখা।
জাইন ভিখা'র গাওয়া গানটি অ্যাপল মিউজিক ও অ্যামাজনে রয়েছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ