টোকিও অলিম্পিক ভিলেজে কার্ডবোর্ডের তৈরি এই বিছানাগুলো ব্যবহার করে যৌন সহবাস সম্ভব নয় এমন খবর ছড়ানোর পর গত ১৯ জুলাই ২০২১ আয়োজকরা আবারও আশ্বস্ত করেছেন বিছানাগুলো যথেষ্ট 'মজবুত'। ( JIJI PRESS / STR)

যৌন সম্পর্ক ঠেকাতে টোকিও অলিম্পিকের এই কার্ডবোর্ড খাট তৈরি করা হয়নি

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 25 জুলাই 2021, 11:10
  • আপডেট করা হয়েছে 26 জুলাই 2021, 08:20
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, জাপানের টোকিওতে চলমান ২০২০ অলিম্পিক ভিলেজের কার্ডবোর্ড খাটগুলো অ্যাথলেটদেরকে কোভিড-১৯ অতিমারীর সময় সামাজিক দূরত্ব মানতে ও যৌন সম্পর্ক থেকে নিরুৎসাহিত করতে বানানো হয়েছে। দাবিটি বিভ্রান্তিকর; টোকিও অলিম্পিকের আয়োজকেরা জানিয়েছেন, এই খাটগুলোর ডিজাইন মূলত কোভিড-১৯ অতিমারী শুরু হওয়ার আগেই প্রদর্শন করা হয় এবং প্রতিযোগিতার ব্যয় সংকোচনের উদ্দেশ্যে এরকম করা হয়েছে। তাছাড়া বিভ্রান্তিকর দাবিটি ছড়ানোর পর আইরিশ একজন অ্যাথলেট ক্রমাগত তার খাটের উপর লাফিয়ে একটি ভিডিও পোস্ট করে দেখান যে খাটটি ভাঙ্গেনি।

বাংলাদেশের দৈনিক কালের কন্ঠের অনলাইন ভার্সনে গত ১৮ জুলাই এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটিতে দাবি করা হয় যে, করোনাকালে অলিম্পিক ভিলেজে অ্যাথলেটরা যৌন সম্পর্কে লিপ্ত হলে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকে, তাই এই সম্ভাবনা দূর করতে এবার গেমস ভিলেজে অ্যাথলেটদের ঘরে রাখা হয়েছে ‘অ্যান্টি সেক্স বেড’ বা সঙ্গম বিরোধী খাট। কারণ এতে একজনের বেশি উঠলেই খাটটি ভেঙ্গে পড়বে।

Image

দৈনিক মানবজমিনের অনলাইনেও গত ২০ জুলাই এরকম আরেকটি প্রতিবেদন করা হয়।

এর সূত্র ধরে এরপর ফেসবুকেও তথ্যটি ছড়াতে শুরু করে। গত ১৮ জুলাই ২০২১ এখানে, এখানে, এখানেএখানে এরকম একটি পোস্ট করা হয়।

একই দাবিসহ পোস্ট এশিয়া, আফ্রিকা ও আমেরিকায় ফেসবুক, টুইটার ও টিকটকে ছড়িয়েছে।

অনেক অ্যাথেলেটও অনলাইনে এরকম পোস্ট করেন। দৌড়বিদ পল কেলিমো বলেন, খাটগুলো অ্যাথলেটদের মধ্যে অন্তরঙ্গতা এড়াতে বানানো হয়েছে।

কিন্তু দাবিটি বিভ্রান্তিকর।

কোভিড-১৯ অতিমারী শুরুর আগে ২০২০ সালের জানুয়ারিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারওয়েভ এএফপি'কে জানায়, খাটগুলো ২০০ কেজির ওজন বহনে সক্ষম এবং তা ব্যাপক চাপ নিতে পারে কি না সেই পরীক্ষাও করা হয়েছে।

কার্ডবোর্ড খাটগুলো একজনের বেশি ওজন নিতে পারে না এই দাবি ছড়ানোর পর গত ১৯ জুলাই আয়োজকরা পুনরায় দৃঢ়ভাবে জানিয়েছেন যে, খাটগুলো যথেষ্ট মজবুত।

এছাড়া এই খাট যৌন সম্পর্কে নিরুতসাহিত করতে বানানো হয়েছে এই দাবি খণ্ডন করতে আইরিশ জিমন্যাস্ট রিস ম্যাকলেনাঘান তার খাটে ক্রমাগত লাফিয়ে একটি ভিডিও পোস্ট করেন।

ম্যাকলাঘান তার টুইটারে পোস্ট করা ভিডিওতে বলেন: ''খাটগুলো 'এন্টি সেক্স' হওয়ার কথা। এগুলো কার্ডবোর্ডের তৈরি, হ্যাঁ, আকস্মিক এরকম নড়াচড়ায় তা ভেঙ্গে যাওয়ার কথা। এটি ভুয়া, ভুয়া খবর।''

অলিম্পিক আয়োজকরা কোভিড-১৯ এর প্রথম রোগী ধরা পড়ারও আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে খাটটির ডিজাইন উন্মোচন করেন।

আয়োজকদের মতে, টেকসই লক্ষ্যমাত্রার প্রতি টোকিও অলিম্পিকের অঙ্গীকার নিশ্চিত করতে এই খাট ডিজাইন করা হয়েছে।

এ সংক্রান্ত এএফপি'র ইংরেজি ফ্যাক্টচেক প্রতিবেদনটি দেখুন এখানে

করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া টোকিও অলিম্পিক-২০২০ গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে যেখানে অলিম্পিক ভিলেজে হাজারো প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ