এই ভিডিওটি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার, কাবুল বিমানবন্দরের নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 1 সেপ্টেম্বর 2021, 12:28
  • আপডেট করা হয়েছে 1 সেপ্টেম্বর 2021, 12:30
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে বেশ কিছু পোস্টে একটি ভিডিও কয়েক হাজার বার দেখা হয়েছে এবং ভিডিও ক্লিপটিকে গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে সংঘটিত বোমা হামলার বলে দাবি করা হচ্ছে। দাবিটি অসত্য; মূলত গাজায় ইসরায়েলি হামলার খবরের সাথে ভিডিও ফুটেজটি পাওয়া যায়।

গত ২৬ আগস্ট এখানে ফেসবুকে ভিডিও ক্লিপটি শেয়ার করা হয়। ইতোমধ্যে ৩৪ হাজার বার এটি দেখা হয়েছে।

Image

পোস্টটির বাংলা ক্যাপশনে লেখা আছে, 'তিন ধারাবাহিক বিস্ফোরণে কাবুলে মৃতের সংখ্যা বেড়ে ৭২, দায় নিল IS।'

বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলাও কাবুলের হামলার প্রতিবেদনের সাথে ফুটেজটি ব্যবহার করে।

গত ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়া তালেবানের শাসন ছেড়ে দেশ ত্যাগে অপেক্ষমান আফগানরাই এই হতাহতের শিকার হন।

ভিডিও ক্লিপটি একইরকম ক্যাপশন দিয়ে ইংরেজি, ইতালিয়ান, ফ্রেঞ্চপর্তুগিজ ভাষায়ও সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে।

দাবিটি অসত্য।

গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভিডিও ক্লিপটি গত ২১ আগস্ট থেকেই ইন্টারনেটে আছে।

গত ২১ আগস্ট প্রকাশিত আর্জেন্টাইন সংবাদমাধ্যম মিনুতো উনো (Minuto Uno) এর এই প্রতিবেদনে ভিডিও ক্লিপটি পাওয়া যায়।

প্রতিবেদনটির শিরোনাম ছিল এরকম: গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা, এক ফিলিস্তিনী শিশুসহ ৪২ জন আহত।'

গুগল কীওয়ার্ড সার্চে ২২ আগস্ট তারিখে আল জাজিরা আরবী এর একটি টুইটার পোস্ট পাওয়া যায়।

টুইটটির ক্যাপশন ছিল, 'গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রাথমিক দৃশ্য।'

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও আল জাজিরা আরবী এর টুইটের ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

Image

একই ভিডিও সিরিয়ান টিভি চ্যানেল 'ওরিয়েন্ট টিভি' ও ইউটিউব চ্যানেল 'গাজা নাও' এর ইউটিউব চ্যানেল থেকেও গত ২১ আগস্ট আপলোড করা হয়।

ফেবুকে ছড়ানো ভিডিওটিতে রাতে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

অন্যদিকে কাবুলে হামলার ঘটনাটি দিনে ঘটে। এএফপি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ ও ছবি দেখে তা নিশ্চিত হওয়া যায়।

গত ২১ আগস্ট ফিলিস্তিনিরা ইসরায়েল-গাজা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং অনেকে সীমানা পার হয়ে ইসরাইলিদের প্রতি অগ্নিগোলক নিক্ষেপ করার চেষ্টা করলে ইসরায়েল গাজায় স্থাপনা লক্ষ্য করে হামলা পরিচালনা করে। এ সংক্রান্ত এএফপির প্রতিবেদন দেখুন এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ