
মেসির ছবি এডিট করে বাংলাদেশের বিরোধী নেতা তারেক রহমান সম্পর্কে ভুয়া তথ্য প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 14 ডিসেম্বর 2021, 11:51
- আপডেট করা হয়েছে 14 ডিসেম্বর 2021, 11:53
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছবিটি গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ফেসবুকে এখানে শেয়ার করা হয়েছে।

বাংলা ভাষার ক্যাপশনে লেখা হয়েছে: 'ব্রিটিশ সরকারের বিশেষ আন্তর্জাতিক দূত হিসেবে ব্যালন ডি’অর অব ডেমোক্রেসি খেতাব অর্জন করেন তারেক জিয়া। বিরল এই সন্মান অর্জনের পর রাজকীয় কায়দায় বিশ্বনায়ক-কে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়। এশিয়ার প্রথম ব্যাক্তি হিসেবে শহীদ জিয়ার সন্ত্বান তারেক জিয়া এই বিরল সন্মান অর্জন করেন। আমরা তোমাকে নিয়ে গর্বিত সন অব ডেমোক্রেসি তারেক জিয়া। আমরা তোমাকে ভুলবো না।'
তারেক রহমান 'তারেক জিয়া' নামেও পরিচিত। তিনি জিয়া পরিবারের বড় সন্তান এবং বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তার মা খালেদা জিয়া দেশটির একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বাবা জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন।
ব্যালন ডি'অর দুনিয়ার শীর্ষ ফুটবলারদের জন্য একটি সম্মানজনক পুরস্কার যার আয়োজক হচ্ছে ফরাসি ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল'।
ছবিটি একইরকম দাবিসহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়েছে।
কিছু ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য দেখে বুঝা যায় তারা পোস্টের মাধ্যমে বিভ্রান্ত হয়েছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'আমাদের মহান নেতা'। আবার অন্য অনেকে তারেক রহমানকে তার এই কথিত অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।
তবে দাবিটি অসত্য।
গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির একটি ছবিকে এডিট করে ছবিটি বানানো হয়েছে।
এবছর নভেম্বরের শেষ সপ্তাহে প্যারিসে তিনি ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি'অর অ্যাওয়ার্ড গ্রহণের পর ছবিটি তোলা হয়।
ছবিটি গেটি ইমেজে গত ২৯ নভেম্বর, ২০২১ তারিখে প্রকাশিত হয়।
ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, "২৯ নভেম্বর প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে ব্যালন ডি'অর প্রদান অনুষ্ঠান শেষে পুরস্কার জয়ী প্যারিস সেইন্ট জার্মেইন ফরোয়ার্ড লিওনেল মেসি বেরিয়ে যাচ্ছেন।"
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও গেটি ইমেজের ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের জবাবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনও দাবিটি প্রত্যাখ্যান করেছে।
'ফ্রান্স ফুটবলে'র প্রধান সম্পাদক প্যাসকেল ফেরেই এএফপি'কে বলেন, "এসব বিভ্রান্তিকর অনুকরণমূলক পোস্টে মানুষের পাত্তা দেয়া উচিত না। এবছর মাত্র দু'জন ব্যালন ডি'অর পেয়েছেন এবং এরা হলেন লিওনেল মেসি ও আলেক্সিয়া পুটেলাস।"
বৃটিশ সরকার ব্যালন ডি'অর অব ডেমোক্রেসি নামে কোন পুরস্কার চালু করেছে মর্মে কোন নির্ভরযোগ্য খবর এএফপি খুঁজে পায়নি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ