
সড়ক আন্দোলনে অংশ নেয়া ছাত্রীর পরিচয় নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 14 ডিসেম্বর 2021, 08:00
- আপডেট করা হয়েছে 14 ডিসেম্বর 2021, 11:52
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছবিগুলো গত ৩ ডিসেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা হয়েছে।

পোস্টটিন ক্যাপশনে লেখা রয়েছে, "উনি স্কুল শিক্ষার্থী না! সমাজতান্ত্রিক দলের ঢাকা নগরের দপ্তর সম্পাদক সোহাগী সামিয়া.. সাধারণ স্কুল শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও স্কুলের ইউনিফর্ম পরে রাস্তায় নেমে উস্কানি দিচ্ছে.. সাধারণ ছাত্র ছাত্রী সেজে ভিনদেশী দালালেরা মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ ছাত্র ফ্রন্ট।"
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) একটি বামপন্থী রাজনৈতিক দল যার ছাত্র শাখার নাম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
এএফপির প্রতিবেদন মতে, গত ২৪ নভেম্বর ঢাকায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্র মারা যাওয়ার জেরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিচার ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু করে।
ফেসবুকে এখানে ও এখানে একইরকম দাবিসহকারে ছবিগুলো শেয়ার করা হয়েছে।
তবে দাবিটি বিভ্রান্তিকর।
অনলাইনে বিভ্রান্তিকর দাবিটি ছড়ানোর পর সোহাগী সামিয়া এএফপি’কে তার কলেজের পরিচয়পত্র এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি সরবরাহ করেন।
একইসাথে তিনি জানান যে, তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নয়, বরং এর ছাত্র শাখার (ছাত্র ফ্রন্ট) ঢাকা মহানগন শাখার অফিস সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তিনি এএফপিকে বলেন, "আমি একজন ছাত্রী এবং খিলগাঁও মডেল কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষার্থী। ফেসবুকে আমার নামে অসত্য তথ্য ছড়িয়ে নিরাপদ সড়ক আন্দোলন সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এটা সত্য যে, আমি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাথে জড়িত এবং এতে আমি কোন সমস্যা দেখি না।"
সামিয়া গত ৪ ডিসেম্বর ঢাকায় সাংবাদিকদের সামনে তার বিভিন্ন একাডেমিক ডকুমেন্টস তুলে ধরেন। বিডিনিউজ২৪ ডটকম সহ বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
খিলগাঁও মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জুলকারনাইন সুলতান আলমও সোহাগীর ছাত্রত্বের ব্যাপারে এএফপি’কে নিশ্চিত করেন।
তিনি বলেন, "হ্যা, সোহাগী আমাদের ছাত্রী এবং সে এবছর এইচএসসি পরীক্ষার্থী।"
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ