সালমান খানের ছবি এডিট করে প্রয়াত বাংলাদেশি অভিনেতার প্রতি 'সম্মান জানানো'র ছবি বলে প্রচার
ফেসবুকে বেশকিছু পোস্টে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, প্রয়াত বাংলাদেশি অভিনেতা সালমান শাহের প্রতি বলিউড তারকা সালমান খানের সম্মান জানানোর ছবি এটি। দাবিটি অসত্য; মূলত সালমান খান নিজের ও তার মায়ের একটি স্কেচ ধরে দাঁড়িয়ে আছেন এরকম ছবিকে এডিট করে সেখানে সালমান শাহের ছবি বসানো হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ''অনেক ধন্যবাদ সালমান খান আপনাকে।♥️♥️ আমাদের মহানায়ক সালমান শাহ্ কে এতোটা ভালোবাসা এবং সম্মান দেওয়ার জন্য।''
ছবিটিতে বলিউড তারকা অভিনেতা সালমান খানকে ১৯৯৬ সালে মারা যাওয়া বাংলাদেশি অভিনেতা সালমান শাহের ফ্রেম করা একটি স্কেচ ধরে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিতে দেখা যাচ্ছে।
বাংলাদেশে ফেসবুকে ইংরেজি ক্যাপশনেও ছবিটি এখানে ও এখানে শেয়ার হয়েছে।
এসব পোস্টের কমেন্ট সেকশনে অনেক ফেসবুক ব্যবহারকারীকে উচ্ছাস প্রকাশ করে মন্তব্য করতে দেখা যায়।
তবে ছবিটি এডিট করা। সালমান খান নিজের ও তার মায়ের স্কেচ ধরে দাঁড়িয়ে আছেন এরকম একটি ছবিকে এডিট করে সেখানে সালমান শাহের একটি স্কেচ সংযুক্ত করা হয়েছে।
গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় মূল ছবিটি ২০১৭ সালের ৪ ডিসেম্বর নিজেকে শিল্পী ও স্থপতি পরিচয় দেওয়া পামেলি কায়াল তার ইনস্টাগ্রামে পোস্ট করেন।
View this post on Instagram
পোস্টের ক্যাপশনে তিনি বলিউড তারকা সালমান খানের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলকে ট্যাগ করে এই অভিনেতাকে ধন্যবাদ জানান। ক্যাপশনে লেখা রয়েছে, ''ধন্যবাদ @beingsalmankhan। নতুন ক্লায়েন্ট: সালমান খান।''
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবি (বামে) ও পামেলি কায়ালের ইনস্টাগ্রাম পোস্টের ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

১৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে এএফপি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কায়ালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তাতক্ষণিক উত্তর দেননি।
তবে ১৬ সেপ্টেম্বর তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুনরায় ছবিটি পোস্ট করেন এবং সাথে স্কেচটির ক্লোজ-আপ শটসহ সালমান খানের সাথে তার তোলা দুটি ছবিও পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ''আসল সবসময়ই আসল। অতীতের প্রতি কোন আক্রোশ নেই, ভবিষ্যত শুধু সম্ভাবনার।'' সাথে তিনি "#candidmemories" লিখে হ্যাশট্যাগ দেন।
View this post on Instagram
কায়ালের পোস্ট করা ছবিটির ক্লোজ-আপ শটে তার নিজের স্বাক্ষর দেখতে পাওয়া যায় যা তার আঁকা অন্যান্য স্কেচেও আছে। নীচে তুলনামূলক একটি স্ক্রিনশট দেখুন:

এছাড়া বেশ কিছু কীওয়ার্ড সার্চ করে সালমান খান কর্তৃক সালমান শাহের প্রতি সম্মান জানিয়ে দেয়া কোনো বক্তব্যের সন্ধান পাওয়া যায়নি।