
আফগান প্রেসিডেন্টের দেশত্যাগের খবররে সাথে পুরনো ভিডিও জুড়ে দিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 29 আগস্ট 2021, 08:20
- আপডেট করা হয়েছে 29 আগস্ট 2021, 08:40
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৬ আগস্ট ফেসবুকে এখানে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, 'ছাত্র ভাইদের কাবুল বিজয়ের পর, দেশ ছেড়ে পালাচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।'

ব্যাপকভাবে শেয়ার হওয়া ভিডিও ক্লিপটিতে দেখা যায় আশরাফ গনীকে প্লেনে উঠার সময় পেছনে সমবেত ব্যক্তিবর্গের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
ভিডিও ক্লিপটি ভারত, জার্মানি ও পাকিস্তান সহ অন্যান্য দেশেও অনুরূপ ক্যাপশন দিয়ে শেয়ার করা হয়।
একই দাবিসহ ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে পোস্ট করা হয়েছে।
গত ১৫ আগস্ট তালেবান সদস্যরা কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনী দেশত্যাগ করেন।
আফগানিস্তানে মার্কিন অভিযানের ২০ বছর পূর্তির বার্ষিকীতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর এক সপ্তাহের মধ্যে তালেবান সদস্যরা আকস্মিক অভিযানে পুরো দেশ নিয়ন্ত্রনে নিয়ে নেয়।
আশরাফ গনী দেশ ছেড়ে কোন দেশে গেছেন তা নিশ্চিত করেননি, তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তিনি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে।
তবে ভিডিওসহ ফেসবুক পোস্টগুলো বিভ্রান্তিকর; তালেবানদের কাবুল অধিকারের পর আশরাফ গনীর দেশত্যাগের ভিডিও নয় এটি।
গুগল রিভার্স ইমেজ সার্চে আশরাফ গনীর উজবেকিস্তান সফর নিয়ে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফেসবুক পেজ থেকে গত ১৫ জুলাইের একটি পোস্টে একই ভিডিও ক্লিপ পাওয়া যায়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও জুলাইয়ে পোস্ট করা কাবুল বিমানবন্দরের ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

গুগল কীওয়ার্ড সার্চে গত ১৫ জুলাই আফগান সরকারের পক্ষ থেকে 'উজবেকিস্তানের উদ্দেশ্যে প্রেসিডেন্ট গনীর কাবুল ত্যাগ' শিরোনামে প্রকাশিত একটি বিবৃতি পাওয়া যায় যেখানে এই ভিডিও একটি স্থিরচিত্র দেখা যায়।
বিবৃতিতে বলা হয়, 'মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক সংযোগ: সমস্যা ও সম্ভাবনা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট আশরাফ গনীর নেতৃত্বে উর্ধ্বতন সরকারী কর্মকর্তারা উজবেকিস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেছেন।'

গত ১৭ জুলাই আফগান রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইটে সম্মেলনটিতে দেওয়া আশরাফ গনীর বক্তব্যের সম্পূর্ণ লিখিত রূপ প্রকাশিত হয়।
তবে তালেবানদের কাবুল দখলের পর আশরাফ গনীর দেশত্যাগের কোন ভিডিও ফুটেজ নির্ভরযোগ্য কোন সংবাদমাধ্যমে এএফপি খুঁজে পায়নি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ