ভিডিওটি যুক্তরাষ্ট্রে বাস্কেটবল সমর্থকদের, প্যারিসে মেসির জন্য অপেক্ষমাণ ফ্যানদের নয়
- নিবন্ধটি চার বছরেরও বেশি পুরনো।
- প্রকাশিত 26 আগস্ট 2021, 10:29
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ, এএফপি ইন্ডিয়া
গত ১০ আগস্ট ফেসবুকে এখানে ভিডিওটি পোস্ট করা হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, 'মেসি টু পিএসজি ডিল ডান, এই খবরে প্যারিসে ঈদের আমেজ।'
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত এই আর্জেন্টাইন তারকা গত ৮ আগস্ট কান্নাভেজা এক সংবাদ সম্মেলনে বার্সেলোনায় ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা দেন। পরবর্তীতে ফরাসী ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন দুই বছরের চুক্তিতে মেসিকে কেনার ঘোষণা দেয়।
উপরিউক্ত দাবি সহকারে ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে পোস্ট করা হয়েছে।
তবে দাবিটি অসত্য।
ভিডিওটি মূলত যুক্তরাষ্ট্রে ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশনের একটি ম্যাচের পূর্বে সমর্থকদের দৃশ্য।
ভিডিওটির কী-ফ্রেম দিয়ে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, অনুরূপ ভিডিও আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশনের (এনবিএ) অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্ট থেকে গত ২১ জুলাই আপলোড করা হয়।
ভিডিওটির শিরোনাম ছিল, 'ফাইনালের ঠিক আগে ডিয়ার ডিস্ট্রিক্ট!'
উল্লেখ্য, ডিয়ার ডিস্ট্রিক্ট হলো যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকি শহরে অবস্থিত একটি ক্রীড়া ভেন্যু।
এএফপি'র এই প্রতিবেদন থেকে জানা যায় যে, গত জুলাইয়ে ফিনিক্স সানসকে হারিয়ে ১৯৭১ সালের পর এই প্রথম মিলওয়াউকি বাকস ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন শিরোপা জয়লাভ করে।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও এনবিএ এর ইউটিউব থেকে আপলোডকৃত ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
গুগল স্ট্রীটভিউয়ে পাওয়া এই স্থানটিই বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও ও এনবিএ'র ভিডিও দু'টিতেই দেখতে পাওয়া যায়।
মিলওয়াউকি বাকসের শিরোপা উদযাপনের উদ্দেশ্যে জনসমাগমের সাথে মিলওয়াউকিতে কোভিড-১৯ এর সংক্রমণের বৃদ্ধি নিয়ে গত ৪ আগস্ট এসোসিয়েটড প্রেস (এপি) এর প্রকাশিত এই প্রতিবেদনেও ভিডিওটির অনুরূপ দৃশ্য পাওয়া যায়।
এপি'র ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, 'গত ২০ জুলাই ২০২১ মঙ্গলবার মিলওয়াউকি বাকস বনাম ফিনিক্স সানস এর মধ্যকার এনবিএ ফাইনালের গেম ৬ এর পূর্বে ডিয়ার ডিস্ট্রিক্টে সমর্থকদের ভীড়।'
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ