এসোসিয়েটেড প্রেস-এর ২০১২ সালে তোলা এই ছবিটি আফগানদের ঈদের জামাতের দৃশ্য
- নিবন্ধটি চার বছরেরও বেশি পুরনো।
- প্রকাশিত 25 আগস্ট 2021, 08:23
- 1 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
আফগান ঐতিহ্যবাহী পোশাক পরা বেশকিছু লোকের নামাজ আদায়ের দৃশ্যের ছবিটি গত ১৬ আগস্ট ফেসবুকে এখানে শেয়ার করা হয়।
ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, 'কাবুল বিজয়ের পর, শুকরানা নামাজ আদায় করছেন তালেবান।'
গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারকে হটিয়ে তালেবান সদস্যরা কাবুল সহ পুরো আফগানিস্তানের দখল নেয়ার পর ছবিটি ফেসবুকে ছড়ায়। তালেবানদের কাবুল অধিকারের উপর এএফপি'র প্রতিবেদন দেখুন এখানে।
একই ছবি ফেসবুকে এখানে, এখানে ও এখানে পোস্ট করা হয়েছে।
দাবিটি অসত্য।
গুগল রিভার্স ইমেজ সার্চে ছবিটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) অনলাইন আর্কাইভে পাওয়া যায় এবং এপি'র বর্ণনা অনুযায়ী ছবিটি ২০১২ সালে তোলা।
ফটোগ্রাফার রহমত গুল ২০১২ সালের ২৬ অক্টোবর আফগানিস্তানের জালালাবাদে ছবিটি তোলেন।
এপি'র ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, '২০১২ সালে ২৬ অক্টোবর শুক্রবার আফগানিস্তানের কাবুলের পূ্র্বে জালালাবাদে একটি মসজিদের বাইরে আফগানরা ঈদুর আজহার নামাজ আদায় করছেন।'
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) ও এপি'র ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:
২০১২ সালের ২ নভেম্বর আমেরিকান ম্যাগাজিন দ্য আটলান্টিকের এই প্রতিবেদনেও এপি'র সৌজন্যে ছবিটি পাওয়া যায়।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ