মেসি যোগদানের পর এক সপ্তাহে পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার ৮ মিলিয়নের কিছু বেশি বেড়েছে
সামাজিক মাধ্যম ফেসবুকে বেশকিছু পোস্টে দাবি করা হয়েছে যে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি সাবেক ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার ঘোষণার পর পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা একদিনে ১৯.৮ মিলিয়ন থেকে বেড়ে দ্বিগুণ হয়ে ৪২.২ মিলিয়নে দাঁড়িয়েছে। কোন কোন পোস্টে বেড়ে যাওয়া সংখ্যা ৪০.২ এবং ৪৪ মিলিয়নও দাবি করা হয়েছে। দাবিটি অসত্য; মূলত পিএসজিতে মেসি যোগ দেওয়ার ঘোষণায় ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পেলেও ফেসবুক পোস্টে তা অতিমাত্রায় বাড়িয়ে উল্লেখ করা হয়েছে।
গত ১১ আগস্ট ফেসবুকে এখানে এরকম একটি পোস্ট করা হয়।

পোস্টটির ক্যাপশন ছিল: ''একটা ক্লাবে একজন মানুষের প্রভাব কতটুকু তা মেসিই সক্ষাত প্রমান।যেখানে গত কয়েকদিন আগে পিএসজির ইন্সটাগ্রামে ফলোয়ার ছিলো মাত্র ১৯.৮ মিলিয়ন সেখানে মেসি টু পিএসজি ইফেক্টের কারনে এ কয়েকদিনে ২ গুন হয়ে ৪০.২ মিলয়নে দাঁড়িয়েছে।এমনকি আইজিব্ল্যাড সাইটের মতে, পিএসজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গত ২৪ ঘণ্টায় ১.৫ মিলিয়ন ফলোয়ার পেয়েছে।''
ফেসবুকে একইরকম দাবিসহ এখানে ও এখানে পোস্ট করা হয়। কোন পোস্টে সর্বশেষ ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৪০.২ মিলিয়ন, আবার কোথাও ৪৪ মিলিয়ন বলে উল্লেখ করা হয়।
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি এ মাসের (আগস্ট) দ্বিতীয় সপ্তাহে বার্সেলোনায় প্রায় দুই দশকের ক্যারিয়ারের সমাপ্তি টেনে পিএসজিতে যোগ দেওয়ার ঘোষণা দেন।
বার্সেলোনায় কান্নাভেজা এক সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া মেসি পরবর্তীতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে পিএসজিতে যোগ দিতে পেরে আনন্দিত বলে জানান।
উপাত্ত কী বলে?
সামাজিক মাধ্যম মনিটরিং টুল ক্রাউডট্যাঙ্গল'র উপাত্ত থেকে এএফপি দেখতে পায় যে, গত ৯ আগস্ট মেসির পিএসজিতে যোগ দেওয়ার ঘোষণার সময় পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল ৩৮ মিলিয়নের কিছু বেশি। ১১ আগস্ট এই বিভ্রান্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার সময় পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাড়ায় ৪৪.৫৪ মিলিয়ন।
৯ আগস্ট থেকে শুরু করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্লাবটির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৮.৭২ মিলিয়ন বেড়ে মোট ৪৭.৫২ মিলিয়নে দাঁড়িয়েছে।

ক্রাউডট্যাঙ্গল মূলত গবেষকদের জন্য ফেসবুকের তৈরি একটি টুল। আইজিব্লেড'র মতো অন্যান্য ফ্রি মনিটরিং টুলেও এএফপি একই উপাত্ত দেখতে পায়।

পিএসজিতে মেসির যোগ দেওয়ার ঘোষণার পর গত ১০ ও ১১ আগস্ট মূলত ক্লাবটির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এবং এই দুই দিনে বৃদ্ধি পাওয়া সংখ্যাটি ছিল প্রায় ৫.৬ মিলিয়ন।
একই দাবিসহ ফেসবুক পোস্ট অন্যান্য দেশেও ছড়ালে এএফপি ইংরেজিতে ফ্যাক্ট চেক প্রতিবেদন করে। দেখুন এখানে।